মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ডিপিএল খেলে ব্যাটিং পজিশন পোক্ত করতে চাই’

বাংলাদেশ জাতীয় দলের টি২০ স্পেশালিস্ট খ্যাত অলরাউন্ডার সাব্বির রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) তিনি এবার আইকন ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। এ আসরে গত বারের চাম্পিয়নদের সাথে খেলে নিজেকে মেলে ধরতে চান আরও বেশি সুউচ্চে। এখানে তিনি ব্যাট করতে চান টপ অর্ডারে। যাতে করে জাতীয় দলের ব্যাটিং অর্ডারের ৩/৪ নম্বর পজিশনে খেলার বিষয়টি পাকাপোক্ত করতে পারেন। পাশাপাশি, লিগে ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে নিজ দল প্রাইম ব্যাংকের শিরোপা ধরে রাখতে নিজেকে উজাড় করে দিতে চান সাব্বির।

২২ এপ্রিল শুরু হতে যাওয়া ডিপিএলের প্রথম ম্যাচে সাব্বিরদের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। তার আগে বুধবার মিরপুরে অনুশীলন করেন তারা। অনুশীলন শেষে দলের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সাব্বির রহমান।

চ্যাম্পিয়নদের টিম কেমন হয়েছে? জানতে চাইলে সাব্বির বলেন, ‘আমাদের সোহান আছে, শুভাগত আছে, রুবেল আছে। এ ছাড়া একটা বিদেশিও ঢুকবে। তো আমাদের টিমটা ব্যালেন্স হয়েছে।’

গতবারের চ্যাম্পিয়নরা এই আসরেও ধারাবাহিকতা ধরে রাখতে চাই ভালো খেলে। আর সেই লক্ষ্যেই মাঠে নামবে সাব্বিররা। তাই প্রত্যেক ম্যাচই জিততে চান সাব্বিরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গতবার আমরা চ্যাম্পিয়ন হইছি। তো অবশ্যই আমরা চ্যাম্পিয়ন ফাইটের জন্য খেলবো। ম্যাচ বাই ম্যাচ খেলবো। যত দূর পারা যায় জেতার জন্য খেলবো। আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’

এ আসরে ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলীয় লক্ষ্যকে বড় করে দেখছেন জাতীয় দলের এই তারকা। সাব্বির বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য নাই। লক্ষ্য থাকলে অর্জন করতে পারি না। টিম যখন যেটা আমার কাছ থেকে চাইবে, ওটা দেওয়ার চেষ্টা করবো।’

‘আমি যে টিমেই খেলি না কেন; চ্যাম্পিয়ন বা রানাসআপ হোক, আমার সব সময় চেষ্টা থাকে শতভাগ দেওয়ার। সব সময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার, এ টিমেও (প্রাইম ব্যাংকে) দেব ইনশাল্লাহ। এ ছাড়া মেইনে ফোকাস হচ্ছে, আমি যেহেতু আইকন প্লেয়ার আমি চেষ্টা করব নিজের শতভাগ দেওয়ার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা।’ যোগ করেন সাব্বির রহমান।

এ আসর দিয়ে জাতীয় দলে নিজের ব্যাটিং অর্ডার পাকাপোক্ত করতে চান সাব্বির। এ জন্যে ৩ বা ৪ নম্বর পজিশনে ভালো ব্যাটিংও করতে চান তিনি। যদিও প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি তিনি। সাব্বির বলেন, ‘তিন নম্বরই ঠিক আছে আপাতত। প্র্যাকটিস ম্যাচ খেলেছি যদিও ওটা ভালো হয় নাই। মেইন ম্যাচগুলায় চেষ্টা করবো নিজের ধারাবাহিকতা ধরে রাখার। আর ওয়ানডের বিষয়টা ডিপেন্ড করে ফর্মের ওপর। ৩ নম্বরে ভালো খেলেছি ৭ নম্বরের চেয়ে। এখানে আমি ৩/৪-এ ব্যাট করব। এটা ভালো হলে জাতীয় দলে কন্টিনিউ করবো ইনশাল্লাহ।’

বোলিংয়ের ব্যাপারে সাব্বির বলেন, ‘প্র্যাকটিস ম্যাচে বোলিং করেছি। ওভারঅল ভালো হয়েছে এবং ভালো হচ্ছে। আমি নিজে (বোলিংয়ের) প্র্যাকটিস করছি। প্রিমিয়ার লিগে বোলিং করবো ইনশাল্লাহ।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি