ডিভিলিয়ার্সের ৯ হাজার রান

এবিডি ভিলিয়ার্সের পরিসংখ্যানে চোখ দিন এবার ক্রিস গেইলকে নিয়ে মাতামাতি না করে । চোখ কাপালে উঠে যাবে! ভয়ঙ্কর ব্যাটসম্যান কাকে বলে! মাত্র ২০৫ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রান তুলে নতুন নজীর গড়লেন এ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
এরআগে ২২৮ ইনিংসে ৯ হাজার রান করে মাইলফলক গড়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এতদিন এটাই ছিল সবচেয়ে কম ইনিংসে দ্রুত ৯ হজার রান করার নজীর। এবিডি ভিলিয়ার্স ৯ হাজার রান করলেন সৌরভের চেয়ে ২৩ ইনিংসে কম খেলে।
শনিবার ওয়েলিটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে তার রান ছিল ২১৩ ওয়ানরে ২০৪ ইনিংসে ৮৯৯৫। এ ম্যাচে তিনি করেছেন ৮৫ রান। ফলে ২০৫ ওয়ানডে ইনিংসে তার রান ৯০৭০ রান। গড় প্রায় ৫৪। স্ট্রাইকরেট প্রায় ১০০। সেঞ্চুরি ২৪টি এবং হাফসেঞ্চুরি ৫১টি।
২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। টেস্টেও অসাধারণ এবিডি ভিলিয়রাস। ১০৬ টেস্টে ৮ হাজারের উপর রান করে ফেলেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন