ডিমলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ১, ও আহত ৪
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি|
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির অবহেলায় রোববার বিকালে নীলফামারীর ডিমলায় একজন নিহত ও আহত হয়েছেন ৪জন। ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা ফরেষ্ট সংলগ্ন পিডিবির ২০০ কেবি ট্রান্সফর্মার বিস্ফোরনের ফলে আশেপাশের এলাকায় বিদ্যুতায়নের হলে এ দুর্ঘটনাটি ঘটে।
এ সময় বিদ্যুৎ স্পৃষ্টে রামডাঙ্গা গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র সাইফুল ইসলাম (১৬) নিহত হয়েছেন। আহতরা হলেন একই গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী সুমি আক্তার (২৫), সাইদুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম কালা (৩২), নসকর আলীর পুত্র কবীর হোসেন (১২), জহির উদ্দিনের পুত্র মিলন ইসলাম (২২)।
এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার বিকাল সাড়ে ৪টার সময় উক্ত ট্রান্সফর্মার বিষ্ফোরন হলে আশেপাশে এলাকায় বিদ্যুাতয়ন হয়। এ সময় সাইফুল ইসলামে ভুট্টা ক্ষেতে পানি দেয়ার জন্য সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যায়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্য ঘোষনা করেন । একই ঘটনায় আহত ৪জনকে ডিমলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়নের ঘটনায় একজন নিহত হয়েছে।
ডোমার পিডিবির নির্বাহী প্রকৌশলী এ জেটএম সাইফুল ইসলাম মন্ডল বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে
নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সীবিস্তারিত পড়ুন
নীলফামারীর জলঢাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু !
এম ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ- নীলফামারীর জলঢাকা উপজেলার ডোমার সড়কের দুন্দিবাড়িবিস্তারিত পড়ুন
নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
নীলফামারীর কিশোরগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহতবিস্তারিত পড়ুন