‘ডিলিট’ করলেও মুছে যায় না হোয়াটসঅ্যাপ চ্যাট

হোয়াটসঅ্যাপে অপ্রয়োজনীয় চ্যাট আমরা অনেক সময়ই ডিলিট করে থাকি। তবে সে চ্যাট নাকি আদৌ মুছ এযায় না কখনও। শুধুমাত্র আপনার চ্যাট বক্স ফাঁকা হয় মাত্র।
নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন ওঠায় মাস খানেক আগেই এন্ড টু এন্ড এনক্রিপসন চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই প্রযুক্তিতে কোনও ব্যক্তি যাঁকে মেসেজ পাঠাচ্ছেন বা যে গ্রুপে মেসেজ পাঠাচ্ছেন, সেই মেসেজ দুই ব্যক্তি বা গ্রুপের ব্যক্তিরা ছাড়া তৃতীয় কোনও ব্যক্তি দেখতে পাবেন না। এমনকি দেশের সরকারও না। সম্প্রতি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে কোনও চ্যাট-ই আসলে ডিলিট হয় না। গ্রাহক ডিলিট করলেও।
প্রযুক্তিবিদ জনাথন জিয়ার্স্কির দাবি, হোয়াটসঅ্যাপ-এর নয়া ভার্সানে আপনি চ্যাট ডিলিট করে দিলেও সব চ্যাট-ই চাইলে যে কোনও ফরেনসিক ট্রায়ালে প্রয়োজন হলে পাওয়া যাবে। অর্থাৎ এনক্রিপসন সরিয়ে দিতে বেশি কিছু করতে হবে না। তাঁর কথায়, ‘আপনি যদি আজ পর্যন্ত হোয়াটসঅ্যাপ-এ যত চ্যাট করেছেন, সেগুলি সব ডিলিট করে দেন, তাহলেও ডিলিট হয় না। শুধু মাত্র আপনার ডিভাইস থেকে চ্যাটগুলো মুছে যায়।’ একমাত্র হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিলে বা ফোন থেকে চিরতরে মুছে যাবে এই চ্যাটগুলি।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন