ডিসি ও সিভিল সার্জনের কাশিমপুর কারাগারে প্রবেশ
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে গাজীপুরের কাশিমপুর কারা কর্তৃপক্ষ। শনিবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার কিছু সময় পর কারাগারে প্রবেশ করেছেন জেলা প্রশাসক এস এম আলম ও সিভিল সার্জন আলী হায়দার।
এর আগেই কারাগারে প্রবেশ করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন ও গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ। ফাঁসি কার্যকরে প্রশাসনের প্রয়োজনীয় কর্তৃপক্ষ সবাই এখন কারাগারে অবস্থান করছেন।
এদিকে মীর কাসেমের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয়েছে কাশিমপুর কারাগারের আশপাশের দোকানপাট। আশপাশ থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। মেইন গেট থেকে আধা কিলোমিটার দূরে কারাগার-২ এর অবস্থান। সেই গেট থেকেও তিন-চারশ গজ দূরে অন্ধকারে মিডিয়া কর্মীরা অবস্থান করছে।
এর আগে শনিবার দুপুরের পর মীর কাসেমের ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কাশিমপুর কারাগারে পৌঁছে। এরপরই কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিতে থাকে। শেষ সাক্ষাতের জন্য বিকেলের দিকে সেখানে যান মীর কাসেমের স্বজনরা। সাক্ষাত শেষে সন্ধ্যায় তারা জানিয়েছেন মানিকগঞ্জে গ্রামের বাড়িতে দাফন করা হবে মীর কাসেমকে।
উল্লেখ্য, মৃতুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন গত ৩০ আগস্ট আপিল বিভাগ খারিজ করে দেওয়ার পর কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ ছিল মীর কাসেমের সামনে। তবে শুক্রবারই (০২ সেপ্টেম্বর) তিনি প্রাণভিক্ষা না চাওয়ার কথা কারা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। এরপর শনিবার থেকে ফাঁসি কার্যকরের দৃশ্যমান পদক্ষেপ নিতে থাকে কারা কর্তৃপক্ষ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন