ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ-কুমিল্লা সিটি নির্বাচন
আগামী ডিসেম্বরের মধ্যেই একসঙ্গে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এ ক্ষেত্রে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, গতবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হলেও এবার তা হচ্ছে না।
নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ শেষ হতে যাচ্ছে। মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। ওই হিসাবে নারায়ণগঞ্জে ২৬ ডিসেম্বরের আগে এবং কুমিল্লায় আগামী বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলেও নির্বাচন কমিশন একসঙ্গে একই দিনে এ নির্বাচন করে ফেলতে চায়। দলীয় ভিত্তিতে এ নির্বাচন করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়ে ফেলেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সচিব বলেন, ‘দুটি সিটি করপোরেশনের নির্বাচন পরিচালনা করার জন্য দুভাবে করতে হলে একই কাজ দুবারে করতে হবে। আর একসঙ্গে করলে অনেক কাজ করে ফেলতে পারব। একাধিক সিটি করপোরেশনের নির্বাচন আমাদের একসঙ্গে করার অভিজ্ঞতা আছে। সুতরাং, কুমিল্লা ও নারায়ণগঞ্জ নির্বাচন একসঙ্গে করা সম্ভব।’
বিগত নির্বাচন কমিশন এর আগে দুটি সিটিতেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করেছিল। কিন্তু বর্তমান কমিশন সে পথে হাটঁবে না বলে জানান কমিশন সচিব।
সিরাজুল ইসলাম বলেন, ‘এবার ইভিএমে করার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা যে ইভিএম ব্যবহার করেছিলাম। তা ব্যবহার করতে পারছি না। এর যে কারিগরি সমস্যা ছিল তা আমরা সমাধান করতে পারিনি।’ বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদে এটিই হতে যাচ্ছে শেষ নির্বাচন।
২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে জয়ী হন সেলিনা হায়াৎ আইভি। অন্যদিকে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খানকে পরাজিত করে জয়ী হন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কু।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন