ডি ককের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় পেয়েছে দিল্লি!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস। কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় পেয়েছে দিল্লি।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রবিবার রাতে মুখোমুখি হয় বেঙ্গালুরু ও দিল্লি। দিল্লির অধিনায়ক জহির খান টসে জিতে কোহলির দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে কোহলিরা। জবাবে ৩ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি।
বেঙ্গালুরুর ক্যারিবীয়ান ওপেনার ক্রিস গেইল এ ম্যাচেও ছিলেন অফ ফর্মে। তিনি ৩ বল খেলে শূন্য রানেই ফিরে যান সাজঘরে। তবে এরপর অধিনায়ক বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের জুটি থেকে দলে রান আসে ১০৭। ৯টি চার ও ১টি ছয়ের মারে ৩৩ বলে ৫৫ রান করে আউট হন ভিলিয়ার্স। কোহলি দলের হয়ে সর্বোচ্চ রান করেন। তিনি ৭টি চার ও ৩টি ছয়ের মারে ৪৮ বলে ৭৯ রান করেন। এ ছাড়া শেন ওয়াটসন করেন ১৯ বলে ৩৩ রান।
দিল্লির হয়ে ২টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি এবং ১টি করে উইকেট নিয়েছেন জহির খান ও কার্লোস ব্রাফেট।
১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর ওপেনার শ্রেয়াস ইয়ার ব্যক্তিগত শূন্য রানেই ফিরে যান। তবে কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিংয়ে দল জয়ের পথেই হাঁটে। তিনি ৫১ বলে ১০৮ রান করেন। এই ইনিংসটি তিনি ১৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে সাজিয়েছেন। সঞ্জু স্যামসন ১৪ বলে ৯ রান করে আউট হন। এরপর করুন নায়ারও দারুণ পারফরম্যান্স করেন। তিনি ৪২ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন।
বেঙ্গালুরুর হয়ে শেন ওয়াটসন নিয়েছেন ২টি উইকেট এবং শ্রীনাথ অরবিন্দ নিয়েছেন ১টি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন