ডেপুটি গভর্নর খুঁজতে সার্চ কমিটি
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য দুটি পদে যোগ্য প্রার্থী নিয়োগ দিতে সার্চ কমিটি গঠন করেছে সরকার।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির, বিআইডিএসের মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদ, অর্থনীতিবিদ ও জনতা ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস। কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন গোকুল চাঁদ দাস।
আগামী কয়েক দিনের মধ্যে কমিটি বসে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর আগে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হওয়ার পর ব্যাংকের দুজন ডেপুটি গভর্নরকে বরখাস্ত করা হয়েছে। পদ দুটি গুরুত্বপূর্ণ, যত তাড়াতাড়ি সম্ভব পদ দুটিতে নিয়োগ দেওয়া হবে। যদিও নিয়োগ প্রক্রিয়াটি জটিল। তবে নিয়ম অনুযায়ী, একটি সার্চ কমিটি গঠন করা হবে। কমিটি ডেপুটি গভর্নর নিয়োগে সরকারকে পরামর্শ দেবে।
এদিন রাতেই ড.কাজী খলীকুজ্জামান আহমদকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম এবং নাজনীন সুলতানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের পরিবর্তনের আভাস দেন। তার আগের রাতে ড. আতিউর রহমান অর্থমন্ত্রীর বাসায় গিয়ে দেখা করেন। পরের দিন সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পদত্যাগ করেন। এরপর অর্থমন্ত্রী নিউইয়র্কে অবস্থানরত প্রাক্তন অর্থসচিব ফজলে কবিরের সঙ্গে ফোনে আলাপ করে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের সংবাদ দেন।
গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। বাংলাদেশ ব্যাংকের দাবি, হ্যাক করে এ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তা প্রথমে প্রকাশ পায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন