শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ড্রোন সাংবাদিকতার বছর হতে পারে ২০১৬

প্রায় সাড়ে তিন বছর আগে শিক্ষক ম্যাট ওয়েট নাইট ফাউন্ডেশনের কাছ থেকে ৫০ হাজার ডলার পুরস্কার পেয়েছিলেন তার ড্রোন পোগ্রামের জন্য। ওয়েটের ‘ড্রোন জার্নালিজম ল্যাব’ সবার আগে সংবাদ মাধ্যমে ড্রোন ব্যবহারের প্রয়োজনীয় দিকটি তুলে ধরেন।

ল্যাব প্রতিষ্ঠার মাসখানেকের মধ্যেই ওয়েট এবং তার ছাত্ররা বেশ কয়েকটি ড্রোন আকাশে উড়ান। সবকিছু পরিকল্পনা মতই চলছিল। তারপর আমেরিকার ফেডারেল অ্যাভিয়েসন দপ্তর থেকে একটি চিঠি দিয়ে তার ড্রোন বানানোতে হস্তক্ষেপ করা হয়। বন্ধ হয়ে যায় বাকি সব প্রকল্প।

ওয়েট বলেন, ‘যখন আপনি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত, তখন আঙ্গুল তুলে সরকারকে এটা বলা যাবে না, আপনার কথা মতো চলব না।’
ফেডারেল অ্যাভিয়েসন থেকে নোটিশ পাওয়ার পর থেকে যদিও ড্রোন প্রজেক্ট বন্ধ। তারপরও ওয়েট এবং তার অনুসারীরা আশাবাদী, কারণ ২০১৬ মাঝামাঝি সময়ে ফেডারেল অ্যাভিয়েসনের পক্ষ থেকে একটা নীতিমালা প্রকাশ হওয়ার কথা রয়েছে।

বাজফিড ওপেন ল্যাব ফর জার্নালিজম, ট্যাকনোলজি অ্যান্ড আর্টসের একজন কর্মকর্তা ব্যান ক্রেমিয়ার বলেন, ‘কৃষি, মিডিয়া, পরীক্ষাসহ নানা কাজে এই ড্রোন ব্যবহার করা যায়। যার কারণে সাংবাদিকতার বেলায় আমার মতে এর সম্ভাবনা প্রচুর।’

ওয়েটের মতে, ড্রোন ব্যবহার সাংবাদিকতাকে নতুনমাত্রা যোগ করতে সহায়তা করবে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা কাভার করার ক্ষেত্রে। এই চিত্রের সাহায্যে তাৎক্ষণিক দুর্যোগের ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে।

ক্রেমিয়ার ও ওয়েট দুজনেই বেশ আশাবাদী ২০১৬ সালের মধ্যেই তাদের এই নীতিমালা চূড়ান্ত হয়ে যাবে। যদিও ফেডারেল অ্যাভিয়েসন ইতোমধ্যেই তাদের প্রথম সময়সীমা বাড়িয়েছে।

এক ইমেইলে ফেডারেল অ্যাভিয়েসনের মুখপাত্র এলিসন ডুকুটে বলেছেন, ‘এই বছরের শেষের দিকেই আমরা নীতিমালা চূড়ান্ত করব।

বর্তমান নীতিমালার কারণে স্বল্প পরিমাণে ‘সাংবাদিক ড্রোন’ আমেরিকার আকাশে দেখা যায়। ফেডারেল অ্যাভিয়েসন ৩ হাজারেরও বেশি ড্রোন উড়ানোর অনুমোদন দিয়েছে। তবে তাদের পরিচালনাকারীকে পাইলট লাইসেন্সের অধিকারী হতে হবে। এই সব ছাড় পেয়েছে সিএনএনের মতো বড় বড় সংবাদ মাধ্যমগুলো।’

ওয়েটের মতে এই ধরনের শর্ত খুবই ব্যয়বহুল এবং সময় নষ্ট করবে। ছোটদের পক্ষে এটা পরিচালনা করা সম্ভব হবে না। ককপিট ট্রেইনিং করলেই একজন দক্ষ ড্রোন পরিচালনাকারী হতে পারে না বলেও মত দেন তিনি।

তবে ফেডারেল অ্যাভিয়েসন বলছে, যারা ড্রোন পরিচালনা করবে তাদের যুক্তরাষ্ট্রের অ্যাভিয়েসন নীতিমালা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা প্রয়োজন। কারণ গুরুত্ব সহকারে বাণিজ্যিক বিমানের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন। ক্যলিফোর্নিয়ার স্থানীয় সরকার ইতোমধ্যেই একটি আইন পাস করেছে, যা পাপারাজ্জিদের ছবির মাত্রা কিছুটা কমাবে।

এর নেতিবাচক দিকটি তুলে ধরে ওয়েট বলেন, ‘এটাই একমাত্র মাধ্যম যা মানুষের ব্যক্তিগত বিষয়গুলোকে নাজুক করে তুলে।’
ওয়েট আশাবাদী তার ছাত্র এবং ফেডারেল অ্যাভিয়েসনের মধ্যকার সমস্যার আশু সমাধানে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!