ড্র করেই চলেছে রিয়াল মাদ্রিদ
লা লিগার শুরুটা দারুণভাবেই করেছিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমের প্রথম চারটি ম্যাচ জিতে স্পর্শ করেছিল টানা ১৬টি লিগ ম্যাচ জয়ের রেকর্ড। কিন্তু তার পর থেকেই যেন পথ হারিয়েছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ড্র করেছে টানা চারটি ম্যাচে।
গত ২১ সেপ্টেম্বর ভিলারিয়ালের বিপক্ষে ড্র করে থেমেছিল রিয়ালের জয়যাত্রা। তার পর থেকে আরো তিনটি ম্যাচে জয়বঞ্চিত হয়েছে রিয়াল। লাস পালমাস ও বরুশিয়া ডর্টমুন্ডের পর রোববার লা লিগার ম্যাচে এইবারের বিপক্ষেও জয় পায়নি জিদানের শিষ্যরা। ড্র করেছে ১-১ গোলে।
রোববার নিজেদের মাঠে শুরুতেই পিছিয়ে পড়েছিল রিয়াল। ৬ মিনিটের মাথায় গোল করে এইবারকে এগিয়ে দিয়েছিলেন ফ্রান রিকো। ম্যাচে সমতা ফেরাতেও অবশ্য খুব বেশি সময় নেয়নি রিয়াল। ১৭ মিনিটে গোল করেছিলেন গ্যারেথ বেল। কিন্তু এরপর কোনো দলই পায়নি গোলের দেখা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের ফলাফল ১-১।
লা লিগায় টানা তিনটি ম্যাচে ড্র করায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। রোববার ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। সাত ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সংখ্যা অবশ্য সমান—১৫। কিন্তু গোলগড়ের ব্যবধানে এগিয়ে আছে আতলেতিকো।
রোববার লা লিগার অপর ম্যাচে হোঁচট খেয়েছে গতবারের শিরোপাজয়ী বার্সেলোনাও। সেল্তা ভিগোর বিপক্ষে হেরে গেছে ৪-৩ গোলে। সাত ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ১৩ পয়েন্ট। দ্বিতীয় স্থান থেকে বার্সা নেমে গেছে চতুর্থ স্থানে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন