ড. ইউনূসের বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা
গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ড. মুহম্মদ ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকা পাওনা আদায়ের জন্য মামলা করেছেন এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন সাভারের মেসার্স তাজ এন্টারপ্রাইজের মালিক মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ।
বিচারক মো. শাহাদাত হোসেন মামলাটি গ্রহণ করে আগামী ১২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
মামলায় বলা হয়, ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবোতে গ্রামীণ টেলিকম ট্রাস্ট ১৬২ বিঘা জায়গার ওপর ‘ঘোষবাগ’ প্রকল্পে আংশিক জায়গায় বালু ভরাটের জন্য বাদীর প্রতিষ্ঠানের সঙ্গে ৫০ লাখ সিএফটি বালু ভরাটের চুক্তি হয়। বাদীর প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী ৪ কিলোমিটার জুড়ে পাইপ স্থাপন করে ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ৫ কোটি টাকার বালু ভরাট করে। ওই টাকার মধ্যে ১ কোটি ৭ লাখ ৫১ হাজার ৭৮৪ টাকা পরিশোধ করে বিবাদী। অবশিষ্ট ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার ৪.২৬ টাকার জন্য বাদী চারটি বিল সাবমিট করলেও বিবাদীরা দেই-দিচ্ছি করে ঘুরাতে থাকেন। পরে বাদী বালু ভরাট বন্ধ করে দেন এবং টাকা আদায়ের জন্য বিবাদকে লিগ্যাল নোটিশ দেন। মামলায় ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার ৪.২৬ টাকার সঙ্গে ২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা ডেমারেজ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
বাদীর আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী জানান, বাদীর প্রতিষ্ঠান কর্তৃক ভরাটকৃত জায়গার ওপর ইতোমধ্যে বিবাদীদের প্রতিষ্ঠান সেখানে একটি স্যোসাল কমিউনিটি সেন্টার স্থাপন করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন