ড. ইউনূস অসুস্থ হয়ে নিউইয়র্কে চিকিৎসাধীন
গ্রমীনব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অসুস্থ হয়ে নিউইয়র্কে চিকিৎসা নিচ্ছেন। কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে উন্নত চিকিৎসার জন্য রবিবার রাতে বাংলাদেশ থেকে আমেরিকা যান তিনি। সেখানে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানাযায়।
সূত্র জানায়, নিউইয়র্কের হাসপাতালে ভর্তি হননি ড. ইউনূস। একটি বাড়িতে রেখে পারিবারিকভাবে তার চিকিৎসা করা হচ্ছে। ড. ইউনূসের একাধিক ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে, ভক্তদের ভিড় এড়াতে চিকিৎসার বিষয়টি তিনি এড়িয়ে চলছেন।
জানাযায়, ড. ইউনূস এয়ার ইমেরিটসের ইউকে-৫৮৫-এর একটি ফ্লাইটে রবিবার রাত সাড়ে নয়টার দিকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন। সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছে ড. ইউনূস চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন।
আগামী ৪ নভেম্বর এই নোবেল বিজয়ীর জার্মানির বার্লিনে ‘সেভেন্থ গ্লোবাল সোশ্যাল বিজনেস ২০১৫’-এর পূর্ব নির্ধারিত একটি সম্মেলনে যোগদানের কথা রয়েছে। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় এ সম্মেলনে তার যোগদানের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে ওই সূত্রটি জানিয়েছে।
এ ব্যাপারে ইউনূস সেন্টার সূত্রে নোবেল বিজয়ী ড. ইউনূসের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ড. ইউনূস নিউইয়র্কের হাসপাতালে ভর্তি হননি, পারিবারিকভাবে সেখানে তার চিকিৎসা করা হচ্ছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন