ঢাকাই সিনেমা ২০১৫: আলোচিত আইটেম গান

বলিউডে আইটেম গানের বাজার যখন পড়তির দিকে ঠিক তখনই ঢাকাই সিনেমায় এসেছে আইটেম নাম্বারের জোয়ার। গেলো বছরটা অন্তত তারই ইঙ্গিত বহন করে।
গত বছর বেশ কয়েকটি আইটেম গান আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে মূল ধারার নায়িকাদের আবেদনময়ী উপস্থিতি দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়েছে।
ম্যাজিক মামনি: অগ্নি টু
বছরের সবচেয়ে জনপ্রিয় আইটেম গানের খেতাব নিঃসন্দেহে যাবে ‘ম্যাজিক মামনি’র কাছে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে যৌথ প্রযোজনার সিনেমা ‘অগ্নি টু’র জন্য গানটি প্লেব্যাক করেন ভারতীয় গায়িকা নেহা কাক্কার, গীতিকার রিদ্ধি, সংগীত পরিচালক স্যাভি। গানটিতে মাহিয়া মাহির উপস্থিতি ও নাচ সত্যিই প্রশংসার দাবী রাখে। গানটিতে বলিউডের নায়িকাদের টক্কর দেয়ার মতোই পারফর্ম্যান্স দেখা যায় মাহির।
https://youtu.be/izZU6bI96e8
পান জর্দা: অ্যাকশন জেসমিন
২০১৫ সালের শুরুতেই ইয়ামিন হক ববি তার ‘অ্যাকশন জেসমিন’ সিনেমার আইটেম নাম্বার ‘পান জর্দা’ দিয়ে ঝড় তোলেন। প্লেব্যাক করেছেন স্বীকৃতি, গীতিকার সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালক শওকত আলী ইমন। অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করেন ইফতেখার চৌধুরী। অভিনেত্রী থেকে প্রযোজক হয়ে ওঠা ববি এর আগেও আইটেম গানে সাফল্য দেখিয়েছেন।
ডার্লিং ডার্লিং: ভালোবাসা সীমাহীন
সিনেমা সাফল্য না পেলেও বরাবরের মতোই আলোচনায় পরীমনি, বিশেষ করে আইটেম নাম্বার ‘ডার্লিং ডালর্িং’- এ নেচে। গানটিতে প্লেব্যাক করেন রমা, গীতিকার সুদীপ কুমার দীপ, সুর ও সংগীতায়োজন করেন আলী আকরাম শুভ। শাহ আলম মণ্ডল। একের পর এক সিনেমায় অভিনয় করে চলা পরীমনির প্রথম মুক্তি পাওয়া সিনেমা এটি।
আসি আসি করেও যেনো পুরো ধরা দিচ্ছেন না প্রসূন আজাদ। প্রতিভাময়ী এই রিয়ালিটি শো তারকা প্রথমবারের মতো নাচলেন আইটেম নাম্বারে। ‘ইউটার্ন’ সিনেমার ‘ফুল ফুটেছে’ গানটির প্লেব্যাক করেন জয়িতা। গীতিকার অতনু তিয়াস, সুরকার অতনু তিয়াস ও রোকন ইমন। আলভী আহমেদ পরিচালিত সিনেমাটিতে শুধু এই গানটিতেই মুখ দেখিয়েছেন প্রসূন।
আমি দিয়াশলাই: অন্তরঙ্গ
চাষী নজরুল ইসলামের শেষ সিনেমা ‘অন্তরঙ্গ’-এর নায়িকা আলিশা প্রধান নিজেই আবির্ভূত হন আইটেম গান ‘আমি দিয়াশলাই’-এ। গানটিতে যথেষ্ট নান্দনিকভাবেই উপস্থাপন করা হয়েছে আলিশাকে। গানটি প্লেব্যাক করেছেন লেমিস, গীতিকার কবীর বকুল, সংগীত পরিচালক ইমন সাহা।
https://youtu.be/ylcMrpEn2qc
দিলে যেনো চোট লেগেছে: ইউটার্ন
র্যাম্প মডেল হিসেবেই বেশি পরিচিত রুখসানা আলী হিরা ২০১৫ সালে দুটি সিনেমার আইটেম নাম্বারে মুখ দেখিয়েছেন। ‘গেইম’ সিনেমার গানটি আলোচনায় এসেছে কম, ‘ইউটার্ন’ সিনেমার এই গানটি বেশ আলোচিত, যদিও জনপ্রিয় বলার উপায় নেই।
https://youtu.be/ee2IzoM9U6A
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন