রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকাকেই এগিয়ে রাখছেন মাশরাফি

চতুর্থ আসরে এসে নতুন চ্যাম্পিয়ন অধিনায়ককে দেখতে পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর আগের তিন আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তিন আসর শেষে এবার জাতীয় দলের নিজের কোনো সতীর্থের হাতে ট্রফি দেখছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন ম্যাশ। তবে শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্সে ঢাকা ডায়নামাইটসের সম্ভাবনাই বেশি দেখেছেন দেশসেরা এ পেসার।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চলতি আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন সম্পর্কে মাশরাফি বলেন, ‘পরিষ্কারভাবে বললে বলব যে ঢাকা অনেকটা এগিয়ে। ভারসাম্যের কথা চিন্তা করে ওরা এগিয়ে থাকবে। বোলিংয়ে ওদের অনেক অপশন। প্লাস ব্যাটিংয়ে এগিয়ে। আট-নয় নম্বর পর্যন্ত ওদের ব্যাটসম্যান আছে। যারা ভালো করছে। আমার কাছে মনে হয় একটা স্টেজে চিটাগং কিছুটা ভালো করছে। যদি আপনি চ্যাম্পিয়ন হওয়ার সাইন দুটা টিমের সবচেয়ে বেশি। ব্যালেন্স টিম ঢাকা ও চিটাগং।’

ঢাকা এবং চিটাগাং এবার শক্তিশালী দল গড়লেও অন্যদলগুলোর সম্ভবনাও দেখছেন মাশরাফি। তার মতে, টি-টোয়েন্টি সংস্করণে যে কোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে। সেক্ষেত্রে চার নম্বর দলও চ্যাম্পিয়ন হতে পারে মনে করেন তিনি। রাজশাহীকেও রাখছেন সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায়।

‘সবাই ঢাকার কথা বলছে। তার পরেও এখন যারা উঠবে- বলা যায় না। এ ধরনের টুর্নামেন্টে যাদের কেউ গোনায় ধরে না তারাই চ্যাম্পিয়ন হয়। তবে কাগজে-কলমে ঢাকা এখন সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ। এখন পর্যন্ত ঢাকা সবচেয়ে বেশি ভালো খেলছে। তবে পিক করা কঠিন। রাজশাহীও দারুণ খেলছে। হয়দো যারা চার নম্বরে উঠবে তারাই কাপ নিয়ে যাবে। এ ধরনের টুর্নামেন্টে এরকমই হয়।’

গত তিন আসরে নিজেকেই চ্যাম্পিয়ন দেখেছেন মাশরাফি। এবারই প্রথমবার তাকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। তাই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো তাকে গ্যালারিতে বসে দেখতে হবে। তবে তাতেও কোনো আক্ষেপ নেই অধিনায়কের। নতুন চ্যাম্পিয়ন দেখে শান্তি পাবেন বলে জানান মাশরাফি।

‘এবার নতুন কাউকে দেখে শান্তি পাবো। শেষ তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। অবশ্যই ভালো লাগছে। এবার আমাদেরই সতীর্থ কেউ হবে। তো আফসোসের কিছু নেই্। এ ধরনের টুর্নামেন্টে এমনই হয়। আর টুর্নামেন্ট অবশ্যই উপভোগ করবো। বিশেষ করে সেমিফাইনাল, ফাইনাল। তিনটি সেমিফাইনাল হবে, একটা ফাইনাল হবে। তো উপভোগ করবো।’

তিন আসর পর ট্রফি হাতছাড়া হচ্ছে মাশরাফির। আগামী আসরে শিরোপা পুনরুদ্ধারের চেষ্টা করবেন কিনা জানতে চাইলে হেসে উড়িয়ে দেন মাশরাফি, ‘এর আগে বহু খেলা আছে বাংলাদেশ দলের। বিপিএল নিয়ে চিন্তা করা আসলে কঠিন। সাম্প্রতিক সময়ে আমাদের অনেক সফর আছে। আশা করি ওইগুলো নিয়ে চিন্তা করি, তাহলে ভালো হবে। বিপিএল নিয়ে যারা চিন্তা করে তারাই করবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি