ঢাকাকে হারিয়ে রাজশাহীর বড় জয়
বিপিএলের সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।
মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস।
টস হেরে রাজশাহীর আমন্ত্রনে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৮ রান করেছে ঢাকা ডায়নামাইটস। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই জয় পেয়ে যায় রাজশাহী কিংস।
আগে ব্যাট করতে নেমে ঢাকার হয়ে সাঙ্গাকারা (২), জয়াবর্ধনে (১১), মেহেদী মারুফ (২৫), রবি বোপারা (২০), সাকিব আল হাসান (০) করে আউট হন। ঢাকার হয়ে সর্বোচ্চ ইনিংসটি আসে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। ৪৬ বল মোকাবেল করে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। জিততে হলে ১৩৯ রান করতে হবে রাজশাহী কিংসকে।
বল হাতে রাজশাহীর হয়ে মেহেদী হাসান মিরাজ ও সামিত প্যাটেল ২টি করে উইকেট পান। একটি উইকেট নেন আবুল হাসান রাজু।
তারকাসমৃদ্ধ দল নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। চলতি আসরের প্রথম ম্যাচে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ঢাকা।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই খুলনা টাইটান্সের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রথম ম্যাচে হেরে গেছে নতুন দল রাজশাহী কিংস। এই দলটির বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে ঢাকা। অন্যদিকে শক্তিশালী ঢাকার বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবের সাব্বির-মিরাজ-স্যামিরা।
ঢাকা ডায়নামাইটস
মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন, মোহাম্মদ শহীদ, আবু জায়েদ, ড্যারেন ব্র্যাভো, রবি বোপারা, মোসাদ্দেক হোসেন।
রাজশাহী কিংস
মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, উমর আকমল, সামিত প্যাটেল, ড্যারেন স্যামি, আবুল হাসান রাজু, ফরহাদ রেজা, মোহাম্মদ সামি, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন