ঢাকার গরমে অস্বস্তিতে ইংলিশরা
ইংল্যান্ড মূলত শীতপ্রধান দেশ। যেই দু’মাস গরম থাকে তাও তাপমাত্রা ২০-২৫ ডিগ্রির বেশি হয় না। সেখানে বাংলাদেশের আজ তাপমাত্রা ছিলো ৩৩ ডিগ্রি। তাপমাত্রার এই তারতম্যের কারণে বেশ খানিকটা অস্বস্তিতেই পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় পা রেখেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। একদিন বিশ্রাম নিয়ে রোববার থেকে অনুশীলন শুরু করে ইংলিশরা। সোমবার অনুশীলনের দ্বিতীয় দিনে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুশীলন করে ইংলিশরা। এসময় গরমের প্রচন্ডতায় অস্বস্তিতে পড়ে ইংলিশরা।
অনুশীলনের সময় বারবারই তোয়ালে দিয়ে ঘাম মুছেছেন ক্রিকেটাররা। পাশপাশি ঘাড়ে আইসব্যাগ চেপে ধরেও রাখতে হয়েছে তাদের। এক পর্যায় হোটেল থেকে নিয়ে আসা আইস ব্যাগ শেষ হয়ে গেলে মাঠের ভেতরই তৈরী করা নতুন আইসব্যাগ দিয়ে অনুশীলন শেষ করেন ইংলিশরা।
এদিন ইংল্যান্ড ক্রিকেট দল দুই দলে ভাগ হয়ে অনুশীলন করে। একদল নেটে ব্যাটিং অনুশীলন নিয়ে ব্যস্ত হয়ে যায়। আরেক দল বোলিং অনুশীলন নিয়ে। মূলত স্পিন বোলিংয়েই গুরুত্ব দেয় ইংলিশ ক্রিকেটাররা। এছাড়াও অধিনয়ক জস বাটলার কিপিং অনুশীলন করেছেন। এরপর আলাদা আলাদা করে চলেছে ক্যাচ অনুশীলন।
অনুশীলন শেষে গরমের প্রচন্ডতার কথা জানিয়ে ইংল্যান্ড দলের নতুন মুখ বেন ডাকেট সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে অনুশীলনের একটা ছবি পোস্টও করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অসাধারণ ট্রেনিংয়ের দু’দিন! অসম্ভব গরম…।’
জানিয়ে রাখা ভাল, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী সাত অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন