সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকার নারীরা কেন বিবাহবিচ্ছেদ ঘটাচ্ছেন

ঢাকার নারীদের পক্ষ থেকে বিবাহবিচ্ছেদের (ডিভোর্স) ঘটনা বাড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তাদের মতে, ২০১৫ সালে ঢাকায় ১০টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। এর মধ্যে সাতটিই ছিল নারীদের স্ব-উদ্যোগে বিচ্ছেদের ঘটনা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দুজন নারী বর্ণনা করেছেন সমাজের অমত সত্ত্বেও তাঁরা কীভাবে বিবাহবিচ্ছেদ করার সাহস পেয়েছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুসলিমপ্রধান বাংলাদেশে ডিভোর্স পেতে হলে নারীদের সামাজিকভাবে নানা সংগ্রাম করতে হয়।

আয়েশা পারভীন একজন সফল ভোকেশনাল স্কুল ম্যানেজার। কিন্তু তিনি তাঁর দাম্পত্য জীবনকে সুখী করতে বছরের পর বছর চেষ্টা করেছেন। পরে তিনি ব্যর্থ হয়ে যখন ডিভোর্সের সিদ্ধান্ত নেন, তখন তাঁর বাবা-মাও তাঁকে ছেড়ে যান। কিন্তু তারপরও দমে যাননি আয়েশা।

আয়েশা পারভীন বলেন, ‘ওই সময় আমার পরিবার কোনো প্রতিক্রিয়া দেখাননি। বরং তাঁরা উল্টো আমাকে বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক মেয়েরাই এভাবে কষ্ট করে সংসার করছে। তুমি কিসের মেয়ে হলে যে একটা ছেলেকেই বদলাতে পারছ না।’ তিনি আরো বলেন, ‘মনে হলো যেন সংসারটাকে টিকিয়ে রাখার জন্য পুরো দায়িত্বটাই আমার একার। আমার সঙ্গে তারা আড়াই বছর কোনো যোগাযোগ রাখেনি।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২২ হাজার নারীর ওপর একটি জরিপ চালিয়েছে। জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজন নারীর মধ্যে চারজনের পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে।

মালেকা নামের এক নারী, যিনি ঢাকার একটি বস্তিতে থাকেন। তিনিও পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন।

মালেকা বলেন, ‘আমি বাসাবাড়িতে কাজ করতাম। সেই টাকা স্বামীকে না দিলে সে আমাকে মারধর করতে। ঠিকমতো খেতে দিত না, বাজার করত না। মাঝেমধ্যে ঘরে মানুষ (অন্য নারী) নিয়ে এসে থাকত। এমনকি সে আমার বোনের মেয়েকে নিয়ে থাকত। এ লজ্জা সইতে না পেরে আমি ডিভোর্স দিয়েছি।’

তবে নারীদের প্রতি পারিবারিক সহিংসতা কমাতে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র ঢাকায় বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে। তাঁরা বলছে, এ ধরনের বিবাহবিচ্ছেদের পেছনে কাজ করছে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও শিক্ষা।

এদিকে বিবিসি জানায়, বিবাহিত মুসলিম নারীদের অধিকার রক্ষায় সরকারের পক্ষ থেকে একটি পরিপূর্ণ বৈবাহিক সনদপত্রের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একটি অংশ রাখা হয়েছে, যেখানে একজন নারীর ডিভোর্সের অধিকার নিয়ে লিখতে হচ্ছে। এতে করে একজন নারীও ডিভোর্স দেওয়ার ক্ষমতা পাচ্ছেন।

এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আইনজীবী নিনা গোস্বামী বলেন, পরিবারের পক্ষ থেকে এখন যাতে এই অংশটা পূর্ণ হয় এবং সেখানে যেন তাকে এই ক্ষমতাটুকু দেওয়া থাকে এই বিষয়টা সচেতনভাবেই করার চেষ্টা করে। কাজীদের জন্যও কিন্তু একটা বার্তা আছে যে তারা যেন এটা রাখে।

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) তথ্য অনুযায়ী, বাংলাদেশের অর্ধেকের বেশি নারীর ১৮ বছরেরই মধ্যেই বিয়ে হয়। এদের মধ্যে বেশির ভাগই নানাভাবে পারিবারিক সহিংসতার শিকার হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ