ঢাকার নিখোঁজ তিন ছাত্র খাগড়াছড়িতে আটক
ঢাকা থেকে সাতদিন ধরে নিখোঁজ তিন শিক্ষার্থীকে খাগড়াছড়িতে আটক করেছে পুলিশ। পরে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার খাগড়াছড়ির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এ তিন শিক্ষার্থীকে তাদের মা-বাবার হাতে তুলে দেন।
এরা হলেন- উত্তরা স্কুলের দশম শ্রেণীর ছাত্র তানভির আহমেদ, সপ্তম শ্রেণীর ছাত্র শেখ মারুফ ও আজিমপুর স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সৈয়দ হেলাল হোসেন।
সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঈদের পর পর মা-বাবার কাছ থেকে ত্রিশ হাজার টাকা চুরি করে তিন বন্ধু মিলে খাগড়াছড়ি এসে ঘুরে বেড়াচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের আটক করে।
তানভির আহমেদের বাবা মো. আলী জিন্নাহ জানান, গত ১৪ জুলাই দুপুরে স্কুলের যাওয়ার পর নিখোঁজ হয়। যাওয়ার সময় সে মায়ের ড্রয়ার ভেঙে ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে গত ১৭ জুলাই দক্ষিণখান থানায় জিডি করেন।
তিনি আরো জানান, খাগড়াছড়ির পুলিশ তাদের সন্ধান দিলে বুধবার তাদেরকে নিজ নিজ অভিভাবকদের কাছে তুলে দেন। অভিভাবকরা সন্তানদের নিয়ে ঢাকার উদ্দ্যেশে রওনা হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
খাগড়াছড়িতে সাংবাদিককে পেটালেন যুবলীগ নেতা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নুর নবী অন্তর নামে স্থানীয় এক সাংবাদিককেবিস্তারিত পড়ুন
উপজাতি গৃহবধূকে পাহাড়ের নিচে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির গুইমারা দুর্গম এলাকায় পাহাড়ের নিচ থেকে মহিনী ত্রিপুরা (৩৫)বিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আরিফা বেগম নামে একবিস্তারিত পড়ুন