ঢাকায় আসছেন প্রসেনজিৎ

গুণী পরিচালক গৌতম ঘোষ তার নতুন ছবি পরিচালনা করেছেন। নাম ‘শঙ্খচিল’। আর এ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত হচ্ছেন ওপারের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের পক্ষ থেকে এ ছবির নির্বাহী প্রযোজক মাইশা শাহাদত।
তিনি বলেন, ১২ এপ্রিল সকালে ঢাকায় আসবেন প্রসেনজিৎ। এরপর রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সেদিন সন্ধ্যায় উদ্বোধনী শোর প্রদর্শনীতে তিনি অংশ নিবেন। এ ছবিতে প্রসেনজিৎ এর বিপরীতে অভিনয় করেছেন কুসুম শিকদার। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এ ছবি ঢাকা ও কলকাতায় মুক্তি পাচ্ছে ১৪ এপ্রিল।
উদ্বোধনী প্রদর্শনীতে আরও উপস্থিত থাকবেন ‘শঙ্খচিল’ ছবির পরিচালক গৌতম ঘোষ, কুসুম সিকদার, সাঁঝবাতিসহ আরও অনেকে। বাংলাদেশ থেকে ‘শঙ্খচিল’ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র আর ভারতের প্রসেনজিতের প্রযোজনা সংস্থা এন আইডিয়াস লিমিটেড।
১৯৪৭ সালে দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘শঙ্খচিল’ ছবির কাহিনী। এদিকে মুক্তির আগেই ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছে ‘শঙ্খচিল’। সম্প্রতি এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন