ঢাকায় এবার জিডির জন্য নির্ধারিত খাতা
জিডি নিয়ে ভোগান্তি কমাতে এখন থেকে রাজধানীর ৪৯টি থানায় নির্ধারিত খাতায় সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। প্রতিটি থানায় আজ সোমবার থেকে জিডির জন্য নির্ধারিত খাতা রাখা হচ্ছে।
আজ বিকেল চারটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে নতুন এই জিডি খাতার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার ছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জিডি নিয়ে প্রায়ই অভিযোগ ওঠে যে থানায় কাগজ-কলম পাওয়া যায় না। জিডি করতে গেলে পুলিশ টাকা নেয়। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এভাবে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে তিনি কলাবাগান, উত্তরা (পশ্চিম) এবং নিউমার্কেট থানার জিডির খাতা সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, আজ থেকে প্রতিটি থানায় জিডি খাতা পাওয়া যাবে। প্রতিটি খাতায় ২০০ পৃষ্ঠা রয়েছে।
তিনি বলেন, এ উদ্যোগের ফলে পুলিশ আগের চেয়ে আরও স্বচ্ছভাবে কাজ করতে পারবে। এর মাধ্যমে জনগণের জন্য পুলিশের অঙ্গীকার যথাযথভাবে পালন করা সম্ভব হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন