সোমবার, জুলাই ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকায় নিখোঁজ ৫ তরুণের সন্ধানে পুলিশের বিজ্ঞপ্তি

রাজধানীর বনানী এলাকা থেকে প্রায় একই সময়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া পাঁচ তরুণকে গত ১৩ দিনেও খুঁজে পায়নি পুলিশ। জানা যায়নি তাদের গন্তব্য সম্পর্কেও।

এ অবস্থায় তাদের সন্ধান পেতে গত মঙ্গলবার ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) নিউজ এ (ডিএমপির নিজস্ব পোর্টাল) ছবিসহ নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে পাঁচজনের পরিবারের সদস্যদের সন্দেহ, তাদের পরিকল্পিতভাবে অপহরণ করা হতে পারে। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, বিভিন্ন সূত্রের সহযোগিতায় নিখোঁজ তরুণদের উদ্ধারের চেষ্টা চলছে। ডিএমপি নিউজে ঢাকা থেকে নিখোঁজ পাঁচ তরুণের ছবি প্রকাশ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনে ঢাকার পাঁচ তরুণের পাশাপাশি পাবনা, রংপুর ও বরিশাল থেকে আরো চার তরুণ নিখোঁজ হয়। এর মধ্যে রংপুর ও বরিশালের দুই তরুণ বাসায় ফিরে গেছে। তবে বাকি সাতজনের সন্ধান না পেয়ে তাদের খোঁজ পেতে পরিবারের সদস্যরাও শঙ্কার মধ্যে আছে।

পুলিশ ও নিখোঁজদের পারিবারিক সূত্র জানায়, গত ১ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে একযোগে চার তরুণ নিখোঁজ হয়। তারা হলো জায়েন হোসেন খান পাভেল, সাফায়েত হোসেন, মেহদী ও সুজন। এদের মধ্যে সাফায়েত ও পাভেল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া ৫ ডিসেম্বর বনানী এলাকা থেকে সাইদ আনোয়ার খান নামে আরেক তরুণ নিখোঁজ হয়। ও লেভেল সম্পন্ন করা এই তরুণ কলাবাগানে একটি কারাতে প্রতিযোগিতায় ভলান্টিয়ার হিসেবে কাজ শেষ করে আর বাসায় ফেরেনি। গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, চারজনের একসঙ্গে নিখোঁজ হওয়া সন্দেহজনক। তবে নিখোঁজ তরুণদের খোঁজ পেতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। এদের মধ্যে সাফায়েতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে তার উগ্র-মৌলবাদী গোষ্ঠী অর্থাৎ জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ার আলামত মিলেছে। নিখোঁজ সাইদের জীবনাচরণে তারা ‘সন্দেহজনক’ কিছু তথ্য পেয়েছেন। বিভিন্ন সূত্র থেকে তার সঠিক অবস্থান জানার চেষ্টা চলছে।

ডিএমপি নিউজে বলা হয়েছে, গত ১ ডিসেম্বর বনানী এলাকা থেকে একসঙ্গে চারজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কোনো সহূদয়বান ব্যক্তি তাদের সন্ধান জেনে থাকলে কাছের থানায়, ডিএমপি মিডিয়া (০১৭১৩-৩৯৮৭৫৭) অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নিম্নে তাদের নাম ও ঠিকানা উল্লেখ করা হলো : নিখোঁজদের মধ্যে জায়েন হোসেন পাভেল (২৩) গত ১ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে বনানী সুপার মার্কেট এলাকা থেকে হারিয়ে যায়। তার বাবার নাম ইসমাইল হোসেন খান রাসেল। সে পরিবারের সঙ্গে বনানী থানাধীন এয়ারপোর্ট রোডের ৫ নম্বর গলফ টাওয়ার এর ২/এ নম্বর এপার্টমেন্টে থাকত। এ বিষয়ে গত ২ ডিসেম্বর বনানী থানার সাধারণ ডায়েরি (নম্বর-১১৯) করা হয়েছে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নর্দান ইউনিভার্সিটির গ্রাউন্ডফ্লোরে অবস্থিত নর্দান ক্যাফেতে নাস্তা করার পর একসঙ্গে সাফায়েত হোসেন (২৪), মো. সুজন (২৫) ও মেহেদি হাসান নিখোঁজ হয়। এরাও বনানী এলাকায় পরিবারের সঙ্গে থাকত।

এ ছাড়া ৫ ডিসেম্বর সাইদ আনোয়ার খান বনানীর বাসা থেকে বের হয়ে কলাবাগান লেক সার্কাস এলাকায় যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তার বাবার নাম আনোয়ার সাদাত খান। মা জেনিসার হক। গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবোর বারিচাতে। সে পরিবারের সঙ্গে বনানীর বি ব্লকের ২১ নম্বর রোডের ৬২ নম্বর বাড়ির চতুর্থ তলায় থাকত। ডিএমপি নিউজে বলা হয়েছে, সাইদ আনোয়ার খানের বয়স ১৮ বছর। তার উচ্চতা ৬ ফুট, গায়ের রং শ্যামলা। তার নাকের দুই পাশে গভীর কালো দাগ আছে। সাইদ আনোয়ার খানের হারানো বিষয়ে ডিএমপির বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর-৪৩১। তার সন্ধানের বিষয়েও ফোন নম্বর দিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সাইদের সন্ধান না পেয়ে বাবা-মাসহ পরিবারের লোকজন ভেঙে পড়েছে। তারা সাইদকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার আগে সাইদ ছোট ভাইকে নিয়ে মালয়েশিয়ায় বেড়াতে যেতে চেয়েছিল। তার সব প্রস্তুতি শেষ হয়েছিল। সাইদকে কেউ তুলে নিয়ে গেছে বলেও তারা মনে করে। যদিও সম্প্রতি দু-একটি গণমাধ্যমে সাইদ পরিবারের কাছে ফিরে এসেছে বলে খবর প্রকাশিত হয়। তবে পরিবার তা নাকচ করে দিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা