ঢাকায় পাতাল রেল নির্মাণে আগ্রহী জাপান
রাজধানীর যানজট নিরসনে গৃহীত বিভিন্ন প্রকল্পে জাপান বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
পাতাল রেল, মেট্রো রেল ও ঢাকা-চট্রগ্রাম এক্সপ্রেস রেল নির্মাণে জাপান সরকারের আগ্রহের বিষয়টি রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজধানীর যানজট নিরসনে মেট্রো রেল ও পাতাল রেল নির্মাণে পরিকল্পনামন্ত্রীর প্রস্তাবকে জাপান সরকার খুবই ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে। তারা এ বিষয়ে একটি চূড়ান্ত প্রস্তাব দেওয়ার অনুরোধ করেন।
পরিকল্পনামন্ত্রী গত ১৯ নভেম্বর জাপানের রাজধানী টোকিওতে জাপানের অর্থবাণিজ্য ও শিল্প বিষয়কমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জাপান বহি:বাণিজ্য সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং জাইকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠককালে পাতাল রেল, মেট্রো রেল ও ঢাকা-চট্রগ্রাম এক্সপ্রেস রেল নির্মাণে প্রস্তাব তুলে ধরেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপান সরকারের অবদান তুলে ধরে বৈঠকে মুস্তফা কামাল বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন খাতে জাপান বাংলাদেশকে ১২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে। যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করছে। তিনি এ জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অতিরিক্ত ৫ বিলিয়ন ঋণ সহায়তা প্রদানে জাপান সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনকালে জাপানের অনুকুলে বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাপানের মন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন