ঢাকায় ফিরেই শুটিংয়ে শাকিব

ব্যাংককে টানা নয়দিন কাজ শেষে দেশে ফেরা। ক্লান্তি যতই থাকুক, বিশ্রামের সময় কোথায় সুপারস্টার শাকিব খানের? ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। আগামী ঈদের জন্য নির্মিত ‘বসগিরি’ ছবির শুটিংয় শেষে গত রাতে ঢাকায় ফিরেছেন শাকিব।
ঢাকায় ফিরে আজ বুধবার থেকে ‘শুটার’ ছবির শুটিং শুরু করেছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন পরিচালক রাজু চৌধুরী। এই ছবিতেও জুটি বেঁধে কাজ করছেন শাকিব-বুবলী।
এ বিষয়ে ‘শুটার’ ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘শাকিব গত রাতে ঢাকায় ফিরেছেন। আজ থেকে আমরা ছবির শুটিং শুরু করেছি।
আফতাবনগরে আমরা সারা দিন শুটিং করছি, সন্ধ্যায় এফডিসির সেটে শুটিং করার কথা রয়েছে।’
দেশে ফিরে বিশ্রাম না নিয়েই শুটিং করার বিষয়ে শাকিব খান বলেন, “গত রাতে ঢাকায় ফিরেছি। বিশ্রম নেওয়ার কোনো সুযোগ নেই, আজ থেকে ‘শুটার’ ছবির শুটিং করছি। এই ছবিটিও ঈদে মুক্তি দিতে চান ছবির প্রযোজক। আমি আমার মতো চেষ্টা করছি। তবে এরই মধ্যে ছবির বেশির ভাগ কাজ শেষ করেছি। আমার কাছে মনে হয়েছে ছবিটি দর্শকদের ভালো লাগবে।”
‘শুটার’ ছবিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন শাহরিয়াজ, প্রকৃতি, সম্রাট, কবির তিথি প্রমুখ। উল্লেখ্য, ‘শুটার’ হতে যাচ্ছে বুবলীর দ্বিতীয় ছবি। তিনি শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবির কাজ করছেন। দুটি ছবি নিয়ে আগামী ঈদে অভিষেক হওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন