ঢাকায় ফিরেছেন অসুস্থ নুসরাত ফারিয়া
বান্দরবানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং চলাকালীন সময়ে হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। নিম্ন রক্তচাপ ও পায়ের ব্যাথায় ভুগছেন তিনি।
গতকাল রাতে হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকায় ফিরেছেন তিনি। নায়িকা অসুস্থ হয়ে পড়ায় আপাতত ছবিটির শুটিং বন্ধ রাখা হয়েছে।
আলাপকালে নুসরাত ফারিয়া বলেন, “গত পাঁচ দিন ধরে নিম্ন রক্তচাপ ছিল আমার। কেন এমন হলো বুঝতে পারছি না। পায়ের ব্যাথাও আছে। ‘বাদশা – দ্য ডন’ ছবির জন্য লন্ডনে শুটিং করার সময় পায়ে ব্যাথা পেয়েছিলাম। সেটা এখনো আছে। চিকিৎসক দেখিয়েছি। এখন বাসায় বিশ্রাম নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ হয়েই আবার শুটিং শুরু করব।’
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে নায়ক হিসেবে আছেন আরিফিন শুভ।
এদিকে ‘বাদশা- দ্য ডন’ ছবির কাজ পুরোপুরি শেষ করেছেন নুসরাত ফারিয়া। ছবিটিতে তাঁর সঙ্গে রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে।
এর আগে ‘আশিকী’ ছবির মাধ্যমে রুপালী পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। ‘আশিকী’ ও ‘হিরো ৪২০’ ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন