ঢাকায় ফেরা হলো না রাজনন্দিনীর, মায়ের কোলেই মৃত্যু

দুদিন আগে মাত্র ছয়মাস বয়সী রাজনন্দিনীর অন্নপ্রাশন অনুষ্ঠান হয়েছে দাদা বাড়িতে। আর গতপরশু বাবা মায়ের সঙ্গে ঢাকায় ফিরছিল ফুটফুটে মেয়েটি। হাসিমুখেই বাবা-মা’র সঙ্গে খেলা করতে করতে আসছিল। ঢাকায় ফিরে তার লন্ডন যাওয়ার কথা বাবা-মা’র সঙ্গে। ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে গাড়ি চলছিল। সব কিছুই ঠিকঠাক ছিল। ছোট্ট রাজনন্দিনী ঘুমাচ্ছিল মায়ের কোলে। হঠাৎ মায়ের খেয়াল হল মেয়েকে ডেকে তোলার। মা ডাকেন, ‘রাজনন্দিনী…ও মা রাজনন্দিনী ওঠো তো…দুষ্টু মেয়ে ওঠো…রাজনন্দিনী…’ মায়ের বুকে আচমকা ভয় ঢুকে যায়। বাবা-মা দু’জনার কারো ডাকেই আর সারা দিচ্ছে না রাজনন্দিনী। গাড়ি থামিয়ে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে সবার আদরের ছোট্টমণি রাজনন্দিনী চলে গেছে না ফেরার দেশে।
গল্পের মত মনে হলেও এই নিষ্ঠুর ঘটনাটা ঘটে গেছে নাট্যকার, নির্দেশক ও শিক্ষক সুদীপ চক্রবর্তী ও তার স্ত্রী তৃষার জীবনে। গতপরশু তাদের একমাত্র সন্তান রাজনন্দিনী মারা যায়। মৃত্যুর কারণ জানা যায়নি।
এদিকে রাজনন্দিনীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেন নেমে আসে শোকের ছায়া। বাংলাদেশ ও কলকাতার নাট্যকর্মী, নির্দেশক ও সংগঠকরা নিজেদের শোক প্রকাশ করেন ফেসবুকের মাধ্যমে। তার মধ্যে থেকে বাছাই করা কয়েকটি লেখা প্রকাশ করা হল।
নির্মাতা ও সংগঠক ইশরাত নিশাত লেখেন, ‘অন্তরাত্মা কেঁপে উঠছে, হায় সুদীপ …. ভাবতেই বুকের ভেতর প্রচণ্ড একটা চাপ… আহা রাজনন্দিনী মা, এত স্বপ্ন সাথে নিয়ে চলে গেলি কেন রে বাচ্চা ………………… !!!’
সংগঠক ও নাট্যকর্মী গিয়াস আহমেদ লিখেছেন,
‘না কিছুতেই মানতে পারছি না
হায় রাজনন্দিনী
হায় ইশ্বর
এ কি করলে তুমি
আমরা আসলাম কোলকাতা
আমাদের তো উৎসবের আমেজে
প্রদর্শনী করার কথা ছিলো
তোমার শোকে শোকাহত হয়ে নয় মামুনি
রাজনন্দিনীকে ছেড়ে সুদিপ এলো না
রাজনন্দিনী তৃষা সুদিপের আসার কথা ছিলো ঢাকায়
ঢাকায় না এসে
তুমি কোথায় চলে গেলা ছোট্ট মামুনি আমার
তোমার তো ঢাকায় আসার কথা ছিলো
চিরতরে ফিরে যাবার নয়
হায় ইশ্বর আমাদের রাজনন্দিনীকে ভালো রেখ
সুদিপ তৃষা কে শোক সাইবার শক্তি দিও’
অভিনেতা ও সংগঠক দীপক সুমন লিখেন, ‘রাজনন্দিনী! এভাবে কেন চলে গেলি মা? Sudip ও তৃষা জীবনের এই নিদারুণ শোক সহ্য করার শক্তি লাভ করুক।’
অভিনেতা জুলফিকার চঞ্চল লিখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষক সুদীপ চক্রবর্তীর কন্যা রাজনন্দিনী নেই…. রাজনন্দিনী
নেই! মেনে নেওয়া যায় না এ সংবাদ, এত্তো ছোট্ট একটা মেয়ে এইভাবে আমাদের ছেরে চলে যাবে, মানা যায়না, মাগো কেন এতো তারাতারি চলে যাবে? কোন কথাই যে হলো না তোমার সাথে।
“চলেই যদি যাবে…. তবে,
এসেছিলে কেন….
আমার এ অন্তরে……..”
রাজনন্দিনীর বাবা মাকে সান্তনা দেয়ার ভাষা খোঁজে পাচ্ছিনা।’
নাট্যকর্মী ও সাংবাদিক পাভেল রহমান লিখেন, ‘হঠাৎ এমন মৃত্যুর খবর মেনে নিতে পারছি না। রাজনন্দিনী ভালো থাকো ওপারের জীবনে। সুদীপ দা ও বৌদি সন্তান হারানোর এই শোক যেন সইতে পারেন…’
বলে রাখা ভালো, ঢাকার মঞ্চে মেধাবী নাট্যনির্দেশকদের মধ্যে সুদীপ চক্রবর্তী অন্যতম। এরই মধ্যে ২০টিরও বেশি নাটক নির্দেশনা দিয়েছেন তিনি। এরমধ্যে ‘চাকা’, ‘দক্ষিণা সুন্দরী’, ‘মহাজনের নাও’, ‘লাল জমিন’, ‘ম্যাকবেথ’, ‘জ্যোতিসংহিতা’ ও ‘ফনা’ নাট্যাঙ্গনে আলোচিত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন