দুদিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনে ঢাকা আইনজীবী সমিতির ভোট গ্রহণ শুরু

ঢাকা আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত নিম্ন আদালত প্রাঙ্গণে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল বুধবার নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। প্রথম দিনে মোট ১৬ হাজার ১৯৮ জন আইনজীবী ভোটারের মধ্যে ৩ হাজার ৫১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি এ তথ্য জানান।
নির্বাচনে অ্যাডভোকেট খোন্দকার আব্দুল মান্নান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। তার অধীনে ১৯ জন নির্বাচন কমিশনার এবং ১৮১ জন সদস্য নির্বাচন কার্যক্রম পরিচালনা করছেন।
নির্বাচনে মোট ২৭টি পদের জন্য ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপিপন্থী নীল প্যানেলে সভাপতি পদে মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে মো. আজিজুল ইসলাম খান বাচ্চুসহ ২৭ জন।
অন্যদিকে আওয়ামীপন্থী সাদা প্যানেলে অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে আয়ুবুর রহমানসহ ২৭ জন। এ ছাড়া বঙ্গবন্ধু আইনজীবী সমিতির ব্যানারে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমানসহ দুজন প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য, ২০১৬-১৭ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে আওয়ামী লীগ জয়লাভ করে। অন্যদিকে বিএনপি মাত্র ছয়টি পদে জয়লাভ করে।
সাদা প্যানেলের অপর প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে কাজী শাহানারা ইয়াসমিন, সহ-সভাপতি মো. মঞ্জুর আলম মঞ্জু, ট্রেজারার মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন পাটোয়ারী, লাইব্রেরি সম্পাদক এম মনিরুজ্জামান , সাংস্কৃতিক সম্পাদক আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং খেলাধুলা সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পী।
সদস্য পদে- মুস্তাফিজুর রহমান সুজন, মো. মোশারফ হোসেন ভূইয়া মিশু, মো. আল আমিন সরকার, সুমন মিয়া, ওয়ায়েছ আহমেদ কায়েছ, শেখ সাইফুর রহমান সুমন, সজয় চক্রবর্তী, মো. সাইফুজ্জামান টিপু, মোহা. আহসান হাবীব, সাদিয়া আফরোজা, সাবিনা আক্তার দিপা, মির্জা মো. জামাল হোসেন, মো. খায়রুল ইসলাম, মাহমুদুল হাসান অমি ও মো. খোরশেদ আলম পারভেজ।
নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম খান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমীন, সহ-সভাপতি কাজী মো. আব্দুল বারিক, ট্রেজারার মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. সারোয়ার কাওসার রাহাত, লাইব্রেরি সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক মো. আফানুর রহমান রুবেল, সমাজকল্যাণ সম্পাদক এমএবিএম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক মোহাম্মাদ জহিরুল ইসলাম কাইয়ুম।
সদস্য পদে- আবু হেনা কাউছার, মো. আরিফ হোসেন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তারী আক্তার নূপুর, মোসা. মিনারা বেগম রীনা, মোসা. জেবুন্নেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ মো. মাঈনুল হোসেন অপু ও তামান্না খানম ইরিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন