ঢাকা ও রংপুরে বসছে অত্যাধুনিক রাডার

আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও রংপুর কার্যালয়ে বসানো হচ্ছে অত্যাধুনিক রাডার। এর মাধ্যমে অধিদপ্তরের সক্ষমতা বাড়বে এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের মাধ্যমে জীবনহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যাবে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়া বিভাগ সূত্র জানিয়েছে, রাডার স্থাপনের কাজ শুরু হয়েছে। নতুন রাডার স্থাপনের মাধ্যমে কালবৈশাখী, টর্নেডো, সাইক্লোনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের আরো বেশি সমন্বিত বিশ্লেষণ করা সম্ভব হবে।
জানা গেছে, প্রকল্পের আওতায় ঢাকা ও রংপুরে পুরনো রাডারের পরিবর্তে আধুনিক রাডার স্থাপন করা হবে। নতুন রাডার স্থাপনের মাধ্যমে আবহাওয়া অধিদপ্তর বর্তমানে কার্যরত অপর তিনটি রাডারের (কক্সবাজার, খেপুপাড়া ও মৌলভীবাজারে স্থাপিত) সঙ্গে আন্তঃযোগাযোগ স্থাপন করে একই প্লাটফর্মে নিয়ে আসবে।
আবহাওয়া অধিদপ্তর আগামী ২০১৯ সালের জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এতে ব্যয় ধরা হয়েছে ২০৮ কোটি টাকা। একনেকে প্রকল্প অনুমোদন হয়েছে।
প্রকল্পে সরকার নিজস্ব তহবিল থেকে ২২ কোটি ৫৭ লাখ টাকা যোগান দেবে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ১৮৬ কোটি টাকা দেবে। বাংলাদেশ এ প্রকল্পে অর্থায়নের জন্য প্রস্তাব দিলে জাপান তাতে সম্মতি জানায়। এরপর দুই দেশ ২০১৫ সালের ২৪ জুন এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।
প্রতিবছর ঘন ঘন সাইক্লোন, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ, খরা, টর্নেডো, কালবৈশাখীসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অনেক প্রাণহানি হয়। পাশাপাশি সম্পদেরও অনেক ক্ষতি হয়। তাই বাংলাদেশে আধুনিক আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা স্থাপন করা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানান।
১৫ বছর আগে স্থাপন করা রংপুরের রাডার ব্যবস্থার কার্যকারিতা দুর্বল হয়ে গেছে। এখন এটি প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এ ছাড়া বিশ্ববাজারে রাডারগুলোর খুচরা যন্ত্রাংশ এখন আর পাওয়া যায় না। তাই নতুন রাডার স্থাপনের কোনো বিকল্প নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন