ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !
অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বন্ধ থাকা খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার রেলযোগাযোগ আংশিক চালু হয়েছে। ডাউন লাইন ক্লিয়ার থাকায় আংশিকভাবে ট্রেন চলাচল করছে।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেনটি কাজ চালিয়ে যাচ্ছে। আজ শনিবার সকাল ৮টার সময় ডাউন লাইন ক্লিয়ার হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার সঙ্গে রেলযোগাযোগ আংশিক চালু হয়েছে।
ডাউন লাইন ক্লিয়ার হওয়ায় ঈশ্বরদী থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ জংশন অতিক্রম করে খুলনার উদ্দেশে রওনা দিয়েছে।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেইটের সামনে ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে আপ এবং ডাউনের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
গাজা খালি করতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর-জর্ডান-হামাসের
যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে মিসর ও জর্ডানের আরও বেশি শরণার্থী নেওয়াবিস্তারিত পড়ুন
ভারতে জিবিএস রোগে আক্রান্তে প্রথম মৃত্যু, আক্রান্ত ১০১
ভারতের মহারাষ্ট্রে গিলেন-বারি সিনড্রোম (জিবিএস) রোগে আক্রান্ত হয়ে এক জনেরবিস্তারিত পড়ুন
সঞ্চয়পত্রে বিনিয়োগের যত সুবিধা
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তার জন্য বিনিয়োগের কোনো বিকল্প নেই।বিস্তারিত পড়ুন