‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফোরলেনের কাজ শেষ পর্যায়ে’
যানবাহন চলাচল ও যাত্রীদের চলাচলের স্বার্থে রমজানের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের উদ্বোধনকালে মন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোর জন্যে ইসরাইলের মতো একটি দেশের ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করা রাজনীতির চরম দেউলিয়াপনা।
এসময় বিএনপি নেতা আসলামকে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে রাজনৈতিক সঙ্কট থাকতেই পারে। এর মানে এই নয় যে ইসরাইলী গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে হবে। ভারতে বসে আসলাম দেশবিরোধী ষড়যন্ত্র বৈঠক করেছেন, তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনে গড়ে ২০ শতাংশ কাজ বাকি আছে, বিভিন্ন স্থানে ফিনিশিংয়ের কাজ চলছে। বর্ষার কারণে ফোরলেনের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী এ সড়কের উদ্বোধন করবেন।
এসময় অন্যান্যের মধ্যে ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, সওজ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিব, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন ও ফোরলেন প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ারসহ ফোরলেন ও সওজ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন