‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফোরলেনের কাজ শেষ পর্যায়ে’

যানবাহন চলাচল ও যাত্রীদের চলাচলের স্বার্থে রমজানের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের উদ্বোধনকালে মন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোর জন্যে ইসরাইলের মতো একটি দেশের ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করা রাজনীতির চরম দেউলিয়াপনা।
এসময় বিএনপি নেতা আসলামকে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে রাজনৈতিক সঙ্কট থাকতেই পারে। এর মানে এই নয় যে ইসরাইলী গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে হবে। ভারতে বসে আসলাম দেশবিরোধী ষড়যন্ত্র বৈঠক করেছেন, তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনে গড়ে ২০ শতাংশ কাজ বাকি আছে, বিভিন্ন স্থানে ফিনিশিংয়ের কাজ চলছে। বর্ষার কারণে ফোরলেনের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী এ সড়কের উদ্বোধন করবেন।
এসময় অন্যান্যের মধ্যে ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, সওজ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিব, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন ও ফোরলেন প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ারসহ ফোরলেন ও সওজ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন