ঢাকা টেস্টে ইংল্যান্ড দলে দুই পরিবর্তন

ঢাকা টেস্ট খেললে একটি মাইলফলক ছুঁতে পারতেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। খেলতে পারতেন নিজের শততম টেস্ট। অবশ্য সে অপেক্ষা বেড়ে গেল তাঁর। শুক্রবার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের দলে জায়গা হচ্ছে না এই অভিজ্ঞ পেসারের। শুধু ব্রডই নন, বাংলাদেশের বিপক্ষে এই টেস্টে সফরকারী দলে আরো একটি পরিবর্তন আনা হচ্ছে। বাদ পড়ছেন গ্যারেথ ব্যাটিও।
গ্যারেথ ব্যাটির জায়গায় দলে সুযোগ পাচ্ছেন তরুণ বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার জাফর আনসারি। এই টেস্টে তাঁর অভিষেক হচ্ছে বলে নিশ্চিত করেছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। আর ব্রডের জায়গায় সুযোগ পাচ্ছেন স্টিভেন ফিন।
গত বছরের মে মাসে ওয়ানডে অভিষেক হয়েছিল আনসারির। আয়ারল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে অবশ্য ব্যাট বা বলহাতে মাঠে নামতে পারেননি। ১৮ ওভার খেলা হওয়ার পরই ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এবার টেস্টের আগে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছিলেন চার উইকেট।
তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশ চমক জাগানিয়া। ৬৬টি ম্যাচ খেলে দুই হাজার ৯০৮ রান করেছেন এবং ১২২ উইকেট নিয়েছেন। তাই ডাক পড়ে জাতীয় দলে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক বলেন, ‘ঢাকা টেস্টে অভিষেক হতে যাচ্ছে জাফর আনসারির। তাকে নেওয়া হচ্ছে গ্যারেথের জায়গায়। আশা করছি অভিষেকে নিজেকে সে প্রমাণ করতে পারবে। তার সে সামর্থ্য আছে বলেও আমার বিশ্বাস।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন