শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার। দেশটির সরকারী ওয়েবসাইটে ‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’ শীর্ষক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা থেকে যেসব বিমান সংস্থা অন্য দেশ হয়ে যুক্তরাজ্যে অবতরন করে, সেগুলোর পণ্য পরিবহন অব্যাহত থাকবে। এ বিষয়ে গভীর উৎকন্ঠা প্রকাশ করছে বাংলাদেশ পোশাক রফতানি কারক প্রতিষ্ঠান বিজিএমই ‘র সভাপতি সিদ্দিকুর রহমান।

আজ বৃহস্পতিবার বিকেলে বিজিএমইএ’র কাযালয়ে জরুরি এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সভাপতি এ উৎকন্ঠার কথা প্রকাশ করে।

সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাজ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বাজার। গত ২০১৪-১৫ অর্থবছরে সেখানে আমরা রপ্তানি করেছি প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক, যা সে অর্থবছরের মোট পোশাক রপ্তানির ১১ দশমিক ৩৯ শতাংশ। উল্লেখিত সময়ে এ বাজারে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ।

তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৬ মাসেই অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়ে যুক্তরাজ্য বাজারে আমাদের মোট পোশাক রপ্তানি হয়েছে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের, যা এ সময়ের মোট পোশাক রপ্তানির প্রায় ১২ দশমিক ৪২ শতাংশ। উল্লেখিত সময়ে এ বাজারে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ১০ শতংশ। এই পরিসংখ্যানগুলোই বলে দিচ্ছে যুক্তরাজ্য বাজার বাংলাদেশের জন্য কতখানি গুরুত্বপূর্ন। এ বাজরে কোন রকম নেতিবাচক প্রভাব পড়ুক তা কাম্য নয়।

কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আসায় যুক্তরাজ্য বাজারে নিশ্চিতভাবে নেতিবাচক প্রভাব পড়বে পোশাক রপ্তানি কমে আসবে। যখন আমরা বাজার সম্প্রসারনের জন্য কাজ করছি নতুন নতুন বাজারে অনুপ্রবেশ করছি, তখন একটি তৈরি হওয়া বাজার পিছনের দিকে হাটঁবে, তা কখনই কাম্য নয়।

তিনি আরো বলেন, বিভিন্ন কারণে সমুদ্রপথে জাহাজীকরন সম্ভব না হলে আমরা বিমানযোগে পণ্য পাঠিয়ে থাকি। এতোদিন শাহজালাল বিমানবন্দর দিয়ে যুক্তরাজ্যে সরাসরি পণ্য পাঠাতে পারলেও এখন আমাদেরকে সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড ও দুবাই হয়ে পাঠাতে হবে। এতে করে একদিকে খরচ বাড়বে, অন্যদিকে সময়ও বেশি লাগবে। অর্থাৎ বিশ্ব বাজারে আমাদের প্রতিযোগি সক্ষমতা কমে যাবে। একই কারণ দেখিয়ে অষ্ট্রেলিয়া সরকার গত ১৯ ডিসেম্বর ২০১৫ তারিখ হতে অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ হতে তাদের দেশে আকাশপথে কার্গোযোগে যে কোন পণ্য প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যা এখনও বলবৎ রয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে আমরা গার্মেন্টস পণ্য অষ্ট্রেলিয়াতে বিমানযোগে পাঠাতে পারছি না এবং ক্ষতিগ্রস্ত হচ্ছি।

উল্লেখ্য যে, পশ্চিমা দেশগুলোর পক্ষে যুক্তরাজ্যের বিমান নিরাপত্তা বিষয়ক দপ্তর বিশ্বের ২০টি দেশের নিরাপত্তা ঝুঁকিতে থাকা ৩৮টি বিমান বন্দরের যে তালিকা তৈরি করেছে, তাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে। তাই বিষয়টিকে মোটেও খাটো করে দেখার অবকাশ নেই। এটি বাংলাদেশের জন্য ইমেজের ব্যাপারও। যেহেতু যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক প্রতিনিয়ত বাড়ছে, তাই বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহন করে সরকারি পর্যায়ে আলোচনা করে দ্রুত সমাধান হওয়া জরুরি। যুক্তরাজ্য কোন কারন দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে, তা জানতে হবে এবং প্রয়োজনে একটি ক্র্যাশ প্রোগ্রাম গ্রহন করে সমাধান করতে হবে। আমরা জানি যে, মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টমন্ত্রীগন ইতিমধ্যেই উল্লেখিত বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন এবং এ ব্যাপারে কিছু অগ্রগতিও হয়েছে। তার ধারাবাহিকতায় যুক্তরাজ্য সরকার আগামী ৩১ মার্চের মধ্যে কর্মপরিকল্পনা অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরুর যে তাগিদ দিয়েছে, সে অনুযায়ী দ্রততার সাথে চুড়ান্ত পদক্ষেপ গ্রহনের জন্য সরকারকে অনুরোধ করছি।

সরকারকে অনুরোধ করে তিনি বলেন, অনতিবিলম্বে যুক্তরাজ্য সরকারের সাথে বসে তাদেরকে অবহিত করুন বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের জন্য বাংলাদেশ কি কি পদক্ষেপ গ্রহন করতে চলেছে এবং ৩১ মার্চ পর্যন্ত উল্লেখিত নিষেধাজ্ঞা শিথিল করার জোর অনুরোধ জানান।

সিদ্দিকুর রহমান আরো বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। সবার সাথে বসে এ ক্ষেত্রটিতে আমাদেরকে কাজ করতে হবে। কোন পরিস্থিতিতেই আস্থার জায়গাটি নষ্ট করা যাবে না। ঢাকা থেকে আকাশপথে যুক্তরাজ্যে সরাসরি কার্গো বিমান চলাচলে যে নিষেধাজ্ঞা জারী হয়েছে, তা প্রত্যাহারের বিষয়ে মাননীয় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী, মাননীয় বানিজ্যমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে