ঢাকা ফিরেছেন মুস্তাফিজ
সাসেক্সের হয়ে প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমান সোমবার সকালে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের বিজি-০০৬ ফ্লাইটে চড়ে সোমাবার স্থানীয় সময় বেলা ১১.৪০ মিনিটের সময় হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
দেশে ফিরলেন মুস্তাফিজ
এর আগে শুক্রবার দেশে ফেরার কথা থাকলেও, বিমানের টিকেট না পাওয়ায় পিছিয়ে যায় জাতীয় দলের তরুণ এ পেসারের দেশে ফেরার দিনক্ষণ। দেশে ফেরার পর কাটার-মাস্টার আপাতত মিরপুরে অবস্থিত তার মামার বাসায় উঠবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে দারুণ অভিষেকের পর মাত্র দুই ম্যাচ খেলেই ইঞ্জুরি আক্রান্ত হন মুস্তাফিজুর রহমান। বাঁ-কাঁধের চোটের ধরণ সুবিধাজনক নয়, এমআরআই -প্রতিবেদনে এমন শঙ্কার দেখা মিললে পরবর্তীতে অপারেশন টেবিলেও যেতে হয় ২০ বছর বয়সী জাতীয় দলের এ পেসারকে।
১২ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে সফল অস্ত্রোপচারের পর, সপ্তাহখানেক লন্ডনে অবস্থান করে চিকিৎসকের পূর্ণমূল্যয়নে অস্ত্রোপচার পরবর্তী সময়ে কোন ধরণের জটিলতা নেই এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
বাঁ-কাঁধের অস্ত্রোপচারের পর সম্পূর্ণরুপে সেরে উঠতে মুস্তাফিজুর রহমানের ৫-৬ মাসের মতো সময় লাগবে বলে জানা গেছে। এই সময়ে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর, বিপিএল ছাড়াও বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে খেলতে পারবেন না তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন