ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেল বিতর্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেলের রুট নিয়ে বিতর্ক চলছে গত কয়েকসপ্তাহ ধরেই। ছাত্রদের একাংশের আশংকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেলের রুট গেলে ট্রেনের শব্দে এবং কম্পনে কেন্দ্রীয় লাইব্রেরী, পুষ্টিবিজ্ঞান ইন্সটিটিউট এবং বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটবে এবং ক্যাম্পাসের সৌন্দর্যহানি হবে।
সেকারণে এর বিরোধিতায় করে আজ বিক্ষোভ করবে ছাত্রদের একটি সংগঠন। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বিবিসি বাংলাকে বলেছেন, মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে এসব নিয়ে কয়েক দফা বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সেসময় তারা জানিয়েছে, ট্রেনের লাইনটি চল্লিশ ফুট ওপর দিয়ে যাবে এবং শব্দ ও কম্পনহীনভাবে চলাচলের বিষয় পুরোপুরি নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সর্বশেষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে আশ্বাস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
তবে, ছাত্রদেরই অন্য একটি অংশ ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেলের পক্ষে অবস্থান নিয়েছে। সরকারের যোগাযোগ মন্ত্রী অবশ্য ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন মেট্রো রেলের রুটে কোন ধরণের পরিবর্তন আনা হবে না, এটি বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর দিয়েই যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন