‘ঢাকা মহানগর বিএনপিতে আর রাজনীতি করার সুযোগ নেই’, বলছেন বিলুপ্ত কমিটির নেতারা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটি দেওয়ার পর বিলুপ্ত কমিটির অনেক সিনিয়র নেতা বেশ অস্বস্তিতে রয়েছেন। তারা বলছেন, মহানগর কমিটি থেকে বাদ দেওয়ার পর এখন কেন্দ্রীয় কমিটিতে যোগ দিয়ে রাজনীতি করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। অথচ তাদের কেন্দ্রীয় কমিটিতেও রাখা হয়নি। বিষয়টি অস্বস্তিদায়ক।
এব্যাপারে ঢাকা টাইমসের সঙ্গে কথা বলেছেন ঢাকা মহানগর দক্ষিণের বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী। তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যে নেতৃত্ব দেওয়া হয়েছে সেখানে আমার রাজনীতি করার সুযোগ নেই। নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে সমন্বয় হলে এখানে সিনিয়রদের পলিটিক্স করার সুযোগ থাকতো।
রবিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নবগঠিত কমিটি নিয়ে এক প্রতিক্রিয়ায় ঢাকা টাইমসকে তিনি একথা বলেন।
নতুন এই কমিটি নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির আরও কয়েকজন একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
নবী উল্লাহ নবী বলেন, এখন আমাদের সিনিয়রদের কেন্দ্রীয় বিএনপি করা ছাড়া অন্য কোনো পথ নেই। আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের কেন্দ্রীয় বিএনপিতে রাজনীতি করার সুযোগ করে দেবেন।
সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা তার প্রতিক্রিয়া বলেন, কিছুই করার নেই। চেয়ারম্যান যা ভালো মনে করেছেন তাই করেছেন। আমি ইতিমধ্যে মহানগরের সিনিয়র নেতা নবী উল্লাহ নবী, এসকে সিকান্দার, মোশাররফ হোসেন খোকন, মনির হোসেন চেয়ারম্যান, হারন অর রশিদসহ অনেকের সঙ্গে কথা বলেছি। এ অবস্থায় আমরা কী করতে পারি তা দ্রুত সময়ের মধ্যে বসে সিদ্ধান্ত নেব।
অপর এক সদ্য যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন ঢাকা টাইমসকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আমাদেরতো আর ফেলে দেবেন না। তবে, এ কমিটি দেওয়ার আগে মহানগর বিএনপির সিনিয়র কয়েকজনকে কেন্দ্রীয় কমিটিতে নিলে ভালো হতো।
উল্লেখ্য, প্রায় একমাস পর মহানগর দক্ষিণ বিএনপির বিলুপ্ত কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহবায়ক এবং যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে রবিবার সকালে নতুন আংশিক কমিটি দেওয়া হয়। মহানগর রাজনীতিতে যাদের নেতৃত্ব দেওয়া হয়েছে তারা অপেক্ষাকৃত তরুণ। সেক্ষেত্রে মহানগর বিএনপিতে সিনিয়র নেতারা কমিটিতে থাকা নিয়ে অস্বস্তিতে রয়েছেন বলে ঢাকা টাইমসকে জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন