ঢাকা মাতাতে আসছেন যুক্তরাজ্যের পপ-তারকা জস স্টোন
যুক্তরাজ্যের জনপ্রিয় তারকা সংগীতশিল্পী ও অভিনেত্রী জস স্টোন এবার আসছেন ঢাকা মাতাতে। গ্র্যামি ও ব্রিট অ্যাওয়ার্ডের এই বিজয়ী আগামী ২০শে ফেব্রুয়ারি সন্ধ্যায় আয়োজক লাইভ স্কয়ার এন্টারটেইনমেন্টের আয়োজনে বসুন্ধরার ‘নবরাত্রি’ হলে গাইবেন।
২০১৪ সালের এপ্রিল থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর’ করছেন এ শিল্পী। তারই অংশ হিসেবে বাংলাদেশে আসছেন তিনি সব ঠিক থাকলে স্টোন আগামী ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পৌঁছাবেন জস স্টোন। এ আয়োজনে তার পাশাপাশি বাংলাদেশের বেশ কজন শিল্পীও গান পরিবেশন করবেন।
শিগগিরই এ অনুষ্ঠানের টিকিটও ছাড়া হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। ‘পপ রিপাবলিক’ শীর্ষক অনুষ্ঠানে নিজের গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন জস।
২০০৩ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘দ্য সোল সেশনস’ দিয়ে আলোচনায় আসেন জস স্টোন। ২০০৫ সালে গ্র্যামিতে তিনটি বিভাগে নমিনেশন পান তিনি। সে বছরই যুক্তরাজ্যের ‘ব্রিট’ অ্যাওয়ার্ডে নমিনেশন পান তিনটি বিভাগে এবং দুটি পুরস্কার জিতে নেন। ২০০৭ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডও অর্জন করেন জস।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন