ঢাকা মেডিক্যালে এবার ‘বৃক্ষশিশু’
বৃক্ষমানব আবুল বাজনদারের মতো বিরল ‘এপিডার্মোডিসপ্লেসিয়া ভেরুসিফরমিস’ রোগে আক্রান্ত এক শিশুর সন্ধান পাওয়া গেছে। সাহানা (১০) নামের শিশুটিকে গতকাল রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুরচর গ্রামের দিনমজুর শাহজাহান মিয়ার একমাত্র মেয়ে সাহানা। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। দুই বছর বয়সে মাহারা শিশুটির জন্মের পর থেকেই শরীরে দেখা দেয় এক বিরল রোগ। মুখমণ্ডলে গাছের শিকড়ের মতো বের হতে থাকে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এর আকৃতি। স্থানীয়ভাবে হোমিও চিকিৎসায় কোনো ফল মেলেনি। এ অবস্থায় গতকাল রবিবার শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার বাবা।
বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, আবুল বাজনদার যে রোগে আক্রান্ত, সাহানাও একই রোগে আক্রান্ত। তবে শিশুটির দেহে রোগ ছড়িয়ে পড়ার মাত্রা অনেক কম। শিশুটিকে আগামী এক সপ্তাহ পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর বোর্ড গঠন করে চিকিৎসার ব্যবস্থা করা হবে। আশা করি দুই থেকে তিনটি অপারেশনেই শিশুটির সমস্যা কেটে যাবে। তবে অপারেশনের পর তাকে অনেক দিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন