ঢাকা-ময়মনসিংহ সড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত, সড়ক অবরোধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার নামক স্থানে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাসের চাপায় এক দম্পতি নিহত হয়েছেন।
এসময় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক ব্যারিকেড দিয়ে গাড়ি ভাংচুর করে। ভালুকা মডেল থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লবণকুঠা গ্রামের এমরান হোসেন(৫৫) তার স্ত্রী কুলসুম বেগমকে (৫০) নিয়ে রাস্তা পার হওয়ার জন্য দাড়িয়েছিলেন।
এ সময় রাস্তার বেপরোয়া গতিতে আসা ময়মনসিংহগামী এনা পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-৪৯০০) একটি বাস ওই দম্পতিকে চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী এমরান নিহত হন।
স্ত্রী কুলসুম বেগমকে গুরুতর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ওই দম্পতি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাবাসী মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ভালুকা মডেল থানা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি জহিরুল ইসলাম উজ্জ্বল জানান, দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
এলাকাবাসী জানান, মহাসড়কটির সংস্কার কাজ চলছে। এ অবস্থায় চারলেন সড়কটির দুই লেন যান চলাচলের জন্য খোলা রাখা হয়েছে। কিন্তু বেপরোয়া গতিতে চালানোর কারণে এখন এ মহসড়টিকে প্রতিদিনই একাধিক দুর্ঘনা ঘটছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন