ঢাকা-সিলেট মহাসড়কে ১৮ ঘণ্টা যান চলাচল বন্ধ
সরাইলের ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় তিতাস নদীর ওপর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি ব্রিজ স্থাপনের কাজ শুরু করায় এ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
সংস্কার কাজ শেষ করে রাত ১২টার পর থেকে সব ধরনের যান চলাচলের জন্য রাস্তা উম্মুক্ত করে দেয়া হবে।
সওজের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কেরঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক, এন-০২) ৯৩ কিলোমিটার সড়কের তিতাস নদীর উপর অবস্থিত শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত স্প্যানে স্টিল সেতু (বেইলি ব্রিজ) স্থাপন করা হবে। এ কারণে শুক্রবার সকাল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, ‘শুক্রবার সকাল ৬টা থেকে বেইলি সেতু স্থাপনের কাজ শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। এ সময় বিকল্প সড়ক হিসেবে ছোট যানবাহনগুলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়ক ও হবিগঞ্জের ভেতর হয়ে নাসিরনগর-সরাইল সড়ক ব্যবহার করতে পারবে। তবে বড় যানবাহনগুলো বিকল্প এ দুই সড়ক দিয়ে চলাচল করতে পারবে না। আমরা যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন