ঢামেকে রোগী দেখতে জামানত লাগবে ২০০ টাকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দেখতে দর্শনার্থীদের একটি পাস সংগ্রহ করতে হবে। রোগীর স্বজনদের ওই পাস সংগ্রহ করতে হবে জরুরি বিভাগের টিকিট কাউন্টার থেকে দুইশ টাকা দিয়ে। পরে ওই দর্শনার্থী রোগীকে দেখে চলে যাওয়ার সময় পাস জমা দিয়ে তার টাকা ফেরত পাবেন।
সোমবার বিকালে কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগে।
নোটিশে দর্শনার্থী পাসসংক্রান্ত তথ্যাবলীতে বলা হয়েছে:
রোগীদের সাথে হাসপাতালে প্রবেশের পূর্বে দর্শনার্থী পাস গ্রহণ বাধ্যতামূলক।
প্রতি রোগীর জন্য একটি পাস ও প্রয়োজনে অধিক পাস সংগ্রহ করা যাবে।
রোগীর ভর্তির সময়ে দুইশত টাকা (ফেরতযোগ্য) প্রদান করে দর্শনার্থী পাস গ্রহণ করুন।
দর্শানার্থী পাস ছাড়া কোনোমতেই রোগীর নিকট অবস্থান করা যাবে না।
হাসপাতাল ত্যাগের সময় নির্দিষ্ট কাউন্টারে পাস জমা দিয়ে দুইশ টাকা ফেরত নিন।
পাসটি সরকারি সম্পত্তি বিধায় এটি সযত্নে রাখুন।
পাশ ছাড়া রোগীর সাথে দেখা করার সময় বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
কোন অবস্থাতেই পাস বিক্রয়যোগ্য ও হস্তান্তরযোগ্য নয়।
পাস হারিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে হবে, তবে জামানতের টাকা ফেরত পাওয়া যাবে না।
হাসপাতালের সংক্রামন হ্রাস, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা, নিরাপত্তা ও রোগীর সুচিকিৎসার স্বার্থে দর্শনার্থী পাস গ্রহণ করুন।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকির হোসেন বলেন, ‘এতে রোগীর ভালো হবে এবং হাসপাতালের সংক্রামন হ্রাস, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা ও নিরাপত্তা বাড়বে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন