তত্বাবধায়কের সময় নেয়া ১২শ কোটি টাকা ফেরতের রায় কাল
তত্বাবধায়ক সরকারের সময় ব্যবসায়ীদের কাছে থেকে নেয়া ১২শ কোটি টাকা ফেরত চেয়ে করা আপিলের শুনানী শেষ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দিবেন আপিল বিভাগ।
আজ বুধবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চে শুনানী করা হয়।
আদালতে ব্যবসায়ীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. আমিরুল ইসলাম ও অ্যাডভোকেট আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া এই ১২০০ কোটি টাকা ফেরত দিতে ২০১০ ও ২০১১ সালে পৃথক পৃথক নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করেন বাংলাদেশ ব্যাংক। ওই সব আবেদন আজ একত্রে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধায্য করেন আপিল বিভাগ।
উল্লেখ্য, ব্যবসায়ীদের কাছে থেকে নেয়া ১২শ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন