তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ঈশানার জামিন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় মডেল মৌনিতা খান ঈশানা আদালত থেকে জামিন পেয়েছেন।
আজ সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইবুন্যালে ঈশানা তাঁর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক এক লাখ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আইনজীবী এমদাদুল হক লাল জানান, পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেছেন মামলার বাদী। ঈশানার পক্ষে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলা থেকে তাঁকে অব্যাহতি প্রদানসহ জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ট্রইবুন্যাল এক লাখ টাকার মুচলেকায় তাঁকে জামিন দেন।
আইনজীবী আরো জানান, এখন মামলাটির নারাজি ও অব্যাহতি সংক্রান্ত আদেশের জন্য অপেক্ষমাণ রয়েছে।
ঈশানা গত ২৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মহানগর হাকিম মো. মারুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এর আগে গত ৩ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
গত ৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উওরা পশ্চিম থানার এসআই মো. নাসির উদ্দিন সরকার।
প্রতিবেদনে মামলাটি সঠিক আইনে করা হয়নি এবং আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিকে অব্যাহতিদানের আবেদন করা হয়।
গত ৩ ফেব্রুয়ারি মামলার বাদী প্রযোজক অভিনেতা মারুফ খান প্রেম মডেল মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি মানহানি মামলা এবং গত ১ মার্চ উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, শুটিং সেটে তাঁর অনুপস্থিতে ঈশানা তাঁকে গালাগালি করেছেন, সেই সঙ্গে তাঁর নিজস্ব ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন।
এতে বাদীর সুনামহানি সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অপরদিকে মানহানির মামলায় গত ২২ মার্চ ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন