‘তথ্য বিকৃতি’ দাবি কঙ্গনার আইনজীবীর

কঙ্গনা রানাওয়াত-হৃতিক রোশন-এর ঝগড়ায় নতুন মোড়৷ মিডিয়া রিপোর্টে বেরোনো খবর— পুলিশের পক্ষ থেকে অভিনেত্রীর ল্যাপটপ চাওয়া হয়েছে, এটি খারিজ করে দেন কঙ্গনার আইনজীবী অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকি৷ তাঁর দাবি, কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য এবং খবর দিয়ে মিডিয়াকে প্রভাবিত করছে৷ পুরো ঘটনাকে আইনের আওতায় না এনে এটিকে একটি যুক্তিহীন মিডিয়া ট্রায়াল করে তোলাই এর মূল উদ্দেশ্য৷ রিজওয়ানের আরও দাবি, হৃতিক রোশনের টিম যুক্তি দিয়ে আইনের পথে লড়তে পারছে না বলেই নানারকম ভুল তথ্য দিয়ে পুরো ব্যাপারটিকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছে৷ তাঁর বক্তব্য, ‘তা ছাড়া, পুলিশ অফিসারের দায়িত্ব একটি নির্দিষ্ট সামারি রিপোর্টের ভিত্তিতে ইনভেস্টিগেশন রিপোর্ট ফাইল করা৷
কোন যুক্তিতে মিডিয়া রিপোর্ট বলছে যে পুলিশ আমার ক্লায়েন্ট কঙ্গনা রানাওয়াতের একটি বিশেষ ল্যাপটপ চেয়ে পাঠিয়েছে? কারণ, এরকম কোনও নোটিশ আমাদের কাছে এসে পৌঁছয়নি৷ সাইবার ক্রাইম শাখার তরফে একটি সাধারণ নোটিশ এসেছিল কম্পিউটার, ল্যাপটপ আর ফোন চেয়ে পাঠিয়ে৷ পরে সাইবার ক্রাইম বিভাগ সেই নোটিশও ফিরিয়ে নেয়৷ এরপর সিআরপিসি-র সেকশন ১৬০ অনুযায়ী তারা একটা রিক্যোয়েস্ট লেটার পাঠায়৷’
অ্যাডভোকেট সিদ্দিকি আরও বলেন, ‘আমার ক্লায়েন্টকে এফআইআর-এ দোষী হিসেবে দেখানো হয়েছে৷ উনি কিন্তু একবারও পুলিশের কাছে ওঁর স্টেটমেন্ট না দেওয়ার কথা বলেননি৷ তবে তার আগে আইন মেনেই উনি পুলিশের সামনে হৃতিকের করা এফআইআর-এর বিষয়বস্তু জানতে চান, যেখানে কঙ্গনার বোনের নাম করা হয়েছে৷ এফআইআর-এ ওঁর বোনের নামের কারণ কঙ্গনা বিশদভাবে জানতে চান৷’
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন