‘তথ্য বিকৃতি’ দাবি কঙ্গনার আইনজীবীর
কঙ্গনা রানাওয়াত-হৃতিক রোশন-এর ঝগড়ায় নতুন মোড়৷ মিডিয়া রিপোর্টে বেরোনো খবর— পুলিশের পক্ষ থেকে অভিনেত্রীর ল্যাপটপ চাওয়া হয়েছে, এটি খারিজ করে দেন কঙ্গনার আইনজীবী অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকি৷ তাঁর দাবি, কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য এবং খবর দিয়ে মিডিয়াকে প্রভাবিত করছে৷ পুরো ঘটনাকে আইনের আওতায় না এনে এটিকে একটি যুক্তিহীন মিডিয়া ট্রায়াল করে তোলাই এর মূল উদ্দেশ্য৷ রিজওয়ানের আরও দাবি, হৃতিক রোশনের টিম যুক্তি দিয়ে আইনের পথে লড়তে পারছে না বলেই নানারকম ভুল তথ্য দিয়ে পুরো ব্যাপারটিকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছে৷ তাঁর বক্তব্য, ‘তা ছাড়া, পুলিশ অফিসারের দায়িত্ব একটি নির্দিষ্ট সামারি রিপোর্টের ভিত্তিতে ইনভেস্টিগেশন রিপোর্ট ফাইল করা৷
কোন যুক্তিতে মিডিয়া রিপোর্ট বলছে যে পুলিশ আমার ক্লায়েন্ট কঙ্গনা রানাওয়াতের একটি বিশেষ ল্যাপটপ চেয়ে পাঠিয়েছে? কারণ, এরকম কোনও নোটিশ আমাদের কাছে এসে পৌঁছয়নি৷ সাইবার ক্রাইম শাখার তরফে একটি সাধারণ নোটিশ এসেছিল কম্পিউটার, ল্যাপটপ আর ফোন চেয়ে পাঠিয়ে৷ পরে সাইবার ক্রাইম বিভাগ সেই নোটিশও ফিরিয়ে নেয়৷ এরপর সিআরপিসি-র সেকশন ১৬০ অনুযায়ী তারা একটা রিক্যোয়েস্ট লেটার পাঠায়৷’
অ্যাডভোকেট সিদ্দিকি আরও বলেন, ‘আমার ক্লায়েন্টকে এফআইআর-এ দোষী হিসেবে দেখানো হয়েছে৷ উনি কিন্তু একবারও পুলিশের কাছে ওঁর স্টেটমেন্ট না দেওয়ার কথা বলেননি৷ তবে তার আগে আইন মেনেই উনি পুলিশের সামনে হৃতিকের করা এফআইআর-এর বিষয়বস্তু জানতে চান, যেখানে কঙ্গনার বোনের নাম করা হয়েছে৷ এফআইআর-এ ওঁর বোনের নামের কারণ কঙ্গনা বিশদভাবে জানতে চান৷’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন