তথ্য বের হলে সরকার জড়িয়ে পড়বে, তাই ক্রসফায়ার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বাংলাদেশে আজ যিনি বসে আছেন, তিনি কি দেশের প্রধানমন্ত্রী? না তিনি অন্য কোনো মন্ত্রী হিসেবে আছেন কি না সেটা বলা মুশকিল। আজ দেশের মানুষ মনে করেন, তিনি প্রধানমন্ত্রী নন, নামে প্রধানমন্ত্রী। যেহেতু তিনি নির্দেশ পালন করেন, সেহেতু তাকে আর প্রধানমন্ত্রী বলা যায় না।’
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন খালেদা জিয়া। ইফতার আয়োজনে বিএনপির পাশাপাশি ২০ দলীয় জোটের শরিক অন্য নেতারা অংশ নেন।
খালেদা জিয়া বলেন, ‘কোনো অপরাধী যদি ধরা পড়ে, সে অপরাধীকেও দেখা যায় তাকে জেলে ও পরে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড থেকে সে আর জেলখানায় ফেরত যায় না, বাবা-মায়ের কাছেও ফেরত যায় না। সে সোজা চলে যায় ক্রসফায়ারে। তার উদ্দেশ্যটা কি? অর্থাৎ সে এমন কিছু তথ্য দিয়ে দেয় যেসব তথ্য বেরিয়ে এলে সরকার জড়িয়ে পড়বে। তখন তাকে ক্রসফায়ারে দেওয়া হচ্ছে। এ পবিত্র রমজান মাসেও এটা হচ্ছে।’
খালেদা জিয়া আরো বলেন, ‘যারা আজ জোর করে ক্ষমতায় বসে আছে তারা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। আদালত নির্দেশ দিয়েছে কাউকে বিনা ওয়ারেন্টে ধরতে পারবে না, সাদা পোশাকধারী কোনো লোকজন রাতের বেলায় কাউকে গ্রেপ্তার করতে পারবে না। কিন্তু সে নির্দেশও মানা হচ্ছে না। এরা আজ দেশের আদালতের নির্দেশ পর্যন্ত মানে না। উল্টো আদালতকে তারা আদেশ দেয়, নির্দেশ দেয় যে তাদের কী করতে হবে, কী করতে হবে না। আজ এদেশে কারো কোনো নিরাপত্তা নেই। কারো কোনো কাজ করার অধিকার নেই।’
বিএনপি চেয়ারপারসন আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য আজ আমাদের সামনে নেই। গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের নিরাপত্তা আজ কোনোটাই নেই।’
জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন লে. জে. (অব.) মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, খন্দকার মাহবুব হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন