তথ্য-সংবাদ বিনিময় করবে বাংলাদেশ ও নেপাল

এখন থেকে বাংলাদেশ ও নেপালের সরকারি সংবাদ সংস্থাগুলো নিজেদের মধ্যে তথ্য ও সংবাদ আদান-প্রদান করবে। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই কার্যক্রম চলবে।
গতকাল শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে এ বিষয়ে বৈঠক শেষে একটি চুক্তি সই করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী শিরধন রাই।
দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই মন্ত্রী এই সিদ্ধান্তে উপনীত হন যে, বাংলাদেশের সরকারি গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং নেপালের সরকারি গণমাধ্যম রাষ্ট্রীয় সমাচার সমিতি (আরএসএস), রেডিও নেপাল এবং নেপাল টেলিভিশনের মধ্যে ভবিষ্যৎ দিনগুলোতে বিভিন্ন সংবাদ ও তথ্য বিনিময় করা হবে।
চুক্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে বাসস ও আরএসএসের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময় করা হবে। দ্বিতীয় পর্যায়ে এই আদান-প্রদানের মধ্যে আসবে দুই দেশের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর তথ্য।
দ্রুত এই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাসানুল হক ইনু ও শিরধন রাই।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে শেরধন রাই বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সঙ্গে মিলে কাজ করতে চায় নেপাল সরকার। এর ফলে ভবিষ্যতে নেপালের ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন শক্তিশালী হবে এবং এর পেশাদারত্ব বাড়বে।
বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেন, প্রতি বছর ২৭ হাজারের বেশি বাংলাদেশি পর্যটক নেপাল ভ্রমণে যান। সেই সঙ্গে প্রতি বছর দুই হাজারের বেশি নেপালি শিক্ষার্থী বাংলাদেশে চিকিৎসাশাস্ত্রে লেখাপড়া করতে আসেন। সামনের দিনগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ সরকার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হাসানুল হক ইনু।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন