তদন্ত কমিটিকে আফ্রিদির প্রত্যাখ্যান!

প্রথম চেষ্টাতেই ব্যর্থ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফ্যাক্ট ফাইন্ডিং বা তদন্ত কমিটি। বুধবার লাহোরে টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক শহীদ আফ্রিদিকে তলব করেছিল কমিটি। কিন্তু আফ্রিদি সেই ডাকে সাড়া দেননি। হাজির হননি কমিটির সামনে। খ্যাতিমান আর যাদের এদিন কমিটি ডেকেছিল তাদের কেউ হাজির হয়নি!
এশিয়া কাপ ও বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে তদন্ত করছে এই কমিটি। ব্যর্থতার ব্যাপারে অধিনায়ক আফ্রিদির মত জানতে চাইছিল তারা। কিন্তু আফ্রিদি কমিটিকে বলেছেন, লাহোরে তিনি যেতে পারবেন না। কারণ তার মেয়ের শরীর ভালো না। কমিটি চাইলে তার সাক্ষাৎকার টেলিফোনে নিতে পারে।
পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক এই কমিটির সদস্য। অথচ তিনিও হাজির ছিলেন না এদিন। সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনিও যাননি। সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিয়াদাদ তো আগেই এই কমিটির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। সাবেক ক্রিকেটার ও কোচ মহসিন হাসান খান ও সাবেক খেলোয়াড় তৌসিফ উমরকেও ডাকা হয়েছিল। কিন্তু কমিটির ডাকে সাড়া দেননি তারাও।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন