তদন্ত বন্ধের চেষ্টার অভিযোগ ট্রাম্পের অস্বীকার

মাইকেল ফ্লিনকে নিয়ে তদন্ত বন্ধের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযোগটি করেছেন এফবিআই সাবেক পরিচালক জেমস কোমি।
যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিন নিয়ে তদন্তের ওপর হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।
শুক্রবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
তিনি বলেছেন, ‘শপথ করে বলতে পারি ওই অভিযোগ যে সঠিক নয়। ‘ প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি যা যা বলে আসছি, তার অনেক কিছুর সত্যতা জেমস কোমির বক্তব্যে প্রমাণ হয়েছে। আর কিছু কথা সে বলেছে যা আদৌ সত্য নয়। ‘
সিনেট কমিটির শুনানিতে হাজির হয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন এফবিআই সাবেক পরিচালক জেমস কোমি।
যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ টেলিভিশনে সিনেট কমিটির ওই শুনানি সরাসরি দেখেন।
উল্লেখ্য, নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে সিনেট কমিটির শুনানিতে হাজির হয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন জেমস কোমি, যাকে সম্প্রতি এফবিআই পরিচালকের পদ থেকে বরখাস্ত করেছেন ট্রাম্প।
দায়িত্ব নেওয়ার পরের মাসে রুশ হস্তক্ষেপ নিয়ে সমালোচনার মধ্যে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইকেল ফ্লিনকেও সরিয়ে দিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন