‘তদবিরের কারণে বড় ঠেকায় আছি’
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেছেন, তদবিরের কারণে বড় ঠেকায় আছি। আমার কাছে যত মানুষ আসেন তার ৯০ ভাগই তদবির নিয়ে। সেই তদবিরের ৮৯ ভাগ আবার অবৈধ তদবির।
সোমবার সচিবালয়ে বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক কর্ম সম্পাদন সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এ সমঝোতা স্মারক সই হয়।
আবদুল মান্নান বলেন, দেখা গেছে কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা চেয়ারম্যানের ফোন নম্বর আমার কাছে নেই। তদবিরকারীরা নিজেরাই সেই নম্বর নিয়ে আসেন। তারা আর কিছু না জানুক, কিন্তু ডিও শব্দটি জানেন। তিনি বলেন, তদবিরকারীরা এসে বলেন, দুই টন গমের জন্য একটি ডিও লেটার দেন। তারা নিজেরাই আমার প্যাড নিয়ে গিয়ে কম্পিউটারে লিখে আনেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম। এসময় সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের জন্য চুক্তি সই হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন