তনুকে উৎসর্গ করে নাটক

পিপল্স থিয়েটার এসোসিয়েশন ও সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত পঞ্চম জাতীয় যুব নাট্যোৎসবের উদ্বোধনী দিনে কলেজছাত্রী ও নাট্যকর্মী তনুকে উৎসর্গ করে মঞ্চস্থ করতে যাচ্ছে গীতি নাটক ‘চাঁনমতির পালা’। আগামীকাল শনিবার রাত ৮টায় ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ও আতিকুর রহমান সুজন’র নির্দেশনায় নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে।
নাটকটিতে আবহ সংগীতে আছেন শম্পা রানী সিংহ, ফয়সাল আহমেদ ও মৌসুমী। নেপথ্যে আছেন মো. খায়রুল বাশার বাঁধন, আল-আমিন, কাজী রিয়ান, মাহমুদুল হাসান, নূরে আলম সরকার, মানসুরা সাথী ও তৃষ্ণা দাস তৃষা। নাটকের পৃষ্ঠপোষকতায় রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশীদ। দিক নির্দেশনায় ভিসিটির প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম পাটোয়ারী। সমন্বয়ে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি রাশেদুল ইসলাম জীবন।
আজ শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে নাটকটির টেকনিক্যাল শো অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য তনুর মৃত্যুর পরে এই প্রথম কোনো নাটক মঞ্চস্থ করছে ভিসিটি।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে বাসার নিকট থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করে তার পিতা ইয়ার হোসেন। পরদিন দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মরদেহের প্রথম ময়নাতদন্ত করা হয়। প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণও পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এরপরে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়। এদিকে এ ঘটনার ৩৩ দিনেও পুলিশ হত্যাকারীকে শনাক্ত করতে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন