তনুর কাপড়ে ধর্ষণের আলামত পেয়েছে সিআইডি
কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর কাপড়ে ধর্ষণের আলামত পেয়েছে সিআইডি।
ধর্ষণের ওই আলামতসহ খুন ও ধর্ষণের ফরেনসিক ও ডিএনএ রিপোর্টের যাবতীয় তথ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে এসে পৌঁছেছে।
আজ সোমবার তদন্ত সংস্থা কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর মালিবাগ প্রধান কার্যালয়ে এসব আলামত পাঠায়।
জেলা পুলিশের বিশেষ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে তনুর ব্যবহৃত পোশাক ও শরীরে পাওয়া অন্যান্য আলামত রাজধানীর সিআইডি কার্য়ালয়ে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, প্রাথমিক রিপোর্টে তনুকে ধর্ষণের আলামত মিলেছে। তনুর পোশাকে ও শরীরে ধর্ষণের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।
অধিকতরও দ্রুতগতির তদন্তের স্বার্থে শুক্রবার থানা পুলিশ ডিবিতে তনু হত্যা মামলাটি হস্তান্তর করে। পরে তদন্ত সংশ্লিষ্টরা আলামতগুলোর (ফরেনসিক, ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ)পরীক্ষা দ্রুত শেষ করবে।
জেলা পুলিশের ঊর্ধ্বতন সূত্র জানায়, জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য একযোগে তনু হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে একাধিকবার তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা তনুর পরিবারের সঙ্গে তথ্য আদান-প্রদানও করেছেন। এ তৎপরতা অব্যাহত থাকবে বলেও সূত্রটি জানায়।
সূত্রটি আরও জানায়, তনুর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরসহ চারটি নম্বরের কললিস্ট বের করা হয়েছে। তা যাচাই-বাছাই করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মঞ্জুর আলম গণমাধ্যমকে জানান, তদন্ত কাজ বিরামহীনভাবে চলছে। জেলা পুলিশের সকল সদস্য মামলাটিকে গুরুত্ব দিচ্ছেন।
জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবিদ হোসেন জানান, তদন্ত চলছে। আশা করি খুব শিগগির ভালো খবর দেওয়া যাবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না।
এ মামলায় জেলার অন্য একটি গোয়েন্দা সংস্থা ছায়া তদন্ত করছে। এর ঊর্ধতন এক কর্মকর্তা জানান, তদন্তের কাজ অনেকদূর এগিয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাল ফলাফল আসবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন