তনুর বাবাকে গাড়ি চাপা দেয়ার চেষ্টার অভিযোগ
কুমিল্লার কলেজছাত্রী তনুর বাবা এয়ার হোসেনকে গাড়ি ও মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন তনুর মা আনোয়ারা বেগম।
তিনি বলেন, তার স্বামী এয়ার হোসেনকে তনু হত্যার বিষয়ে কথা বলতেও নিষেধ করা হয়েছে।
কুমিল্লার কান্দিরপাড় পূবালি চত্বরে গণজাগরণ মঞ্চ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তনুর মা আনোয়ারা বেগম বলেন, গত ২৬ মে রাত ৮টার দিকে কুমিল্লা ক্যান্টনম্যান্ট বোর্ডে ডিউটি শেষ করে তনুর বাবা এয়ার হোসেন বাড়ি ফেরার পথে সরকারি সংস্থার নাম লেখা একটি বাস প্রচণ্ড গতিতে তাকে ধাক্কা দেয়ার চেষ্টা করে।
সেসময় তনুর বাবা দ্রুত রাস্তার পাশে চলে গেলে রক্ষা পান। এর কিছুক্ষণ পর দুই আরোহীসহ একটি মোটর সাইকেল তনুর বাবাকে ধাক্কা দেয়ার চেষ্টা করে। সেসময় তিনি রাস্তা পাশে খাদে পড়ে রক্ষা পান।
তনু হত্যার তিন মাসপূর্তি উপলক্ষে মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন তনুর মা আনোয়ারা বেগম, তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল, কুমিল্লা গণজাগরণ মঞ্চের মুখপাত্র আবুল কাশেম হৃদয়, গণজাগরণ মঞ্চের মুখপাত্র খায়রুল আনাম রায়হান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কুমিল্লার সাধারণ সম্পাদক পরেশ কর, মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বাবুল প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন